শব্দের শব
শব্দের ভেতরে সাদা কালো
শব্দের ভেতরে কিছু লহু
শব্দের ভেতরে স্বেদকণা
শব্দের ভেতরে কিছু স্নেহ
শব্দের আড়ালে ভিটামিন
শব্দের ভেতরে শর্করা
শব্দের গোপনে যত ধ্বনি
পরিপুষ্ট গড়ে তার দেহ।
তবু শব্দে অপুষ্টি প্রকট
দুর্ভিক্ষ লালিত অবয়ব
নৈঃশব্দ্য দেয়াল তুলেছে
পড়ে আছে শব্দের শব।
যখন আমাদের দেখা হয়
প্রতিবারই আমাদের দেখা হয়
বিকেলে
যখন পৃথিবীর সবুজ জামায় এসে পড়ে নরম কমলা আলো—
একমাত্র নদী ছাড়া আর সবাই ঘরে ফেরার আয়োজন করে
কেননা নদীর কোনো ঘর নেই
শ্বেত পাথরের টেবিলে চিবুক ঠেকিয়ে
আমার দুচোখে কী খুঁজিস তুই?
স্বপ্ন না ঘর?
কাঁচের জানালা দিয়ে আমি শুধু বিকেলকে দেখি।
আমার দুচোখে কী খুঁজিস তুই?
প্রেম নাকি নির্ভরতা?
আমি শুধু বিকেলের ঘন হয়ে আসা দেখি।
আমার দুচোখে কী খুঁজিস তুই?
পুরোনো প্রেমের প্রগাঢ় বিষাদ
নাকি চোখে চোখে ছুঁয়ে থাকা?
কেননা নদী শুধু ছুঁয়ে থাকতে পারে
ঘর বাঁধতে পারে না।
বিরহ
কবি বলেছিল একদিন তোকে রেড রোড দেবে লিখে
রাজপথ তোর!মেঘ খুঁজে ফেরে দুরন্ত বৃষ্টিকে
তারপর কত আষাঢ় শ্রাবণ প্রথম কদম ফুল
আশ্বিন শেষ। আকাশ জুড়ে মেঘের হাল্লাবোল
ভিজছে শহর। ভিজছে তুমুল। বৃষ্টিরই নামডাক
পাশাপাশি সীট। তুই অপলক। আমিও তো নির্বাক
ময়দান জুড়ে জল উৎসব। ভালোবাসা। বানভাসি
মেঘবাড়ি তুই। রেডরোড তোর। বিরহ বাজায় বাঁশি।।
আশ্চর্য স্বপ্নের দিকে
আশ্চর্য স্বপ্নের দিকে
হেঁটে গেলে তুমি
নদীও সে পথে যেতে চায়
স্বপ্নে ছিল অযাচিত ভালোবাসা
গাঙ্গেয় উপত্যকা জুড়ে
উথাল পাথাল…
স্বপ্নে ঠোঁটে অসংখ্য অসহ চুমু—
স্বপ্নের দিকে হেঁটে গেলে তুমি
স্বপ্নে নদী গাভীন হতে চায়।
একপশলা বৃষ্টি
একপশলা বৃষ্টি
অতর্কিতে আমাকে ভেজায়।
তুমি এই বৃষ্টি থেকে
সামান্য একটু দূরে
দাঁড়িয়ে আছ।
তোমার হলুদ পাঞ্জাবির গায়ে
ঝলমলে রোদ্দুর।
তুমি কোনোদিন
এই বৃষ্টি দেখনি
এই প্লাবন দেখনি।
একটি ব্যথিত প্রাণ
নদী জলে ভেসে গেল।
সুজাতা চৌধুরী
বরাক উপত্যকায় জন্ম, পড়াশোনা। গৌহাটি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর। শিলচর বেতারে সংবাদ পাঠ ও অনুষ্ঠান ঘোষণার কাজে দীর্ঘ দিনের অভিজ্ঞতা। সেইসঙ্গে বাচিকশিল্প চর্চা। শিলচরে নানা অনুষ্ঠানে ও বেতারে আবৃত্তি পরিবেশন। দীর্ঘদিন ধরে আবৃত্তি শিল্পের সাথে সম্পৃক্ত। বর্তমানে আবৃত্তি সংস্থা বিহানের সম্পাদক। প্রকাশিত কাব্যগ্রন্থ— ‘এক পৃথিবীর ছবি’ । বর্তমানে তিনি অনিবার্য সাহিত্য পত্রিকার সম্পাদক। লোকসংগীত শিল্পী। রূপসীবাংলা সহ নানা চ্যানেল এ শিল্পী লোকসংগীত পরিবেশন করেছেন।