ছদ্মবেশ
জীবনের ডাইনীরা রাজকন্যার বেশে আসে
আলিঙ্গন করে, গান গায়
হাতে রাখে হাত
তারপর এক রাতে রক্ত চুষে খায় ।
সন্দেহ
চীনের ড্রাগনের ছবি দেয়াল জুড়ে
হলুদ, কমলা বিচিত্র শরীর তার একেঁবেকেঁ গেছে
সম্মুখে উদগীরণ
হলুদ, কমলা বর্ণ আগুনের শিখা
সন্দেহকে মনে হয়
সেই ড্রাগনের প্রতিরূপ
এই উচুঁ, এই নীচু
বিশ্বাস আর অবিশ্বাস একেঁবেকেঁ চলে
জিহ্বা উদগীরণ করে ক্রোধের শিখা
বিশ্বাস মিশে যায় অবিশ্বাসের সাথে
লকলকে আগুনে পুড়ে ।
মুক্তি বিষয়ক আটলাইন
তার বিশ্বাস ঘাতক আজব কথাবার্তা শোনার পর
আমার স্বপ্নগুলো বালকের সাইকেলের মত মোড় নিল
রাস্তার অন্যদিকে
পাহাড়ী রাস্তার দুইধারে দেখি
রঙচঙে অনেক ফুল ফুটে আছে
বাতাসে তখন মুক্তির সুগন্ধ ।
শেয়ার করুন