হানিফ রাশেদীন এর দুইটি কবিতা

0

মাকড়শার জাল

বেড়ে চলছে তিক্ততা
দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে লাশের মিছিল
কোনো স্বপ্ন এসে ছুঁয়ে যায় না চোখ
চারপাশে উৎপীড়নের সুতোয় বোনা জাল
বিছিয়ে রেখেছে মাকড়শা
বেদনায় বিবর্ণ না হয়ে
এক পা এক পা চলো, এই তোমরা-   
যাদের মেরুদ- এখনো বাঁকা করতে পারে নি
অত্যাচারী মাকড়শা
রাজপথে পড়ে থাকা স্বপ্ন কুড়িয়ে নাও
বুটের আঘাতে ছিন্নভিন্ন স্বপ্ন
কতো আহাজারির পর
অবসান হবে মাকড়শার নিখুঁত খেলা
নিন্দিত হবে বর্বরতা
আর কতো রক্তের বিনিময়ে
বিলীন হয়ে যাবে স্বৈরাচারের শৃঙ্খল
নির্মল সবুজ বসন্তে হেসে উঠবে চারপাশ  
দেখো কোন আকাশে সর্বশেষ উঠেছিলো চাঁদ
পুষ্পোদ্যানে কোন রঙ হয়েছে বিলীন   

গভীর নিস্তব্ধতা

ক্ষীণ হয়ে আসছে তোমার আমার চোখের প্রদীপ
কেউ নেই, কেউ কি নেই কোথাও, কোনো গন্তব্য?
যেদিকেই পা ফেলি সাপের সুড়ঙ্গ
শূন্যে মিলিয়ে যায় তোমার আমার বিশুদ্ধ স্বপ্নের চিত্রসমূহ
তোমার আমার কণ্ঠ হতে উচ্চরিত ভালোবাসার প্রতিটি শব্দ
মানুষের তৃষ্ণা মেটানোর এক ফোটা জল নেই পৃথিবীর কোথাও
চোখ তুললেই দেখতে পাই এগিয়ে আসছে নিষ্পেষণের চাকা
মেঘের গর্জনে ভীত, সন্ত্রস্ত তোমার আমার স্বচ্ছ মুখ
দেখার দৃষ্টি আছে আমাদের, তবু পরস্পরকে দেখতে পাই না
এ কেমন মাথা নুইয়ে চলার দিন এলো, চারদিকে গভীর নিস্তব্ধতা

শেয়ার করুন

মন্তব্য

টি মন্তব্য করা হয়েছে

Leave A Reply

শেয়ার