কাছে থেকো
ফিতা বাঁধো কাজল পরো
র্চিনি করে করো খোঁপা
হাতে চুড়ি কপালে টিপ
আলতায় রাঙাও পা।
নাকেতে নথ কানেতে দুল
ঠোঁটে মাখো রং
চুলেতে ক্লিপ চোয়ালে তিল
পায়ে নূপুরের টং।
গলায় পুঁতি খোঁপায় বকুল
আয়নায় দেখ মুখ
শুধু শুধু দূরে নয়
কাছে থাকাই সুখ।
ভালোবাসার গান বৃষ্টিদিনে
টুপ টাপ টুপ টাপ বৃষ্টি নামলো
কে যেন কাকে ডাকলো
কাছে তারা আসলো… আরও কাছে আসলো
ফুটলো… ফুটলো ছিলো যতো ফুল
বুকের ভেতর কী আনন্দ… কী আনন্দ… কী হুলুস্থুল
কুল কুল নদী বয়, বাতাস ঝির ঝির
কাঁপে মন কাঁপে দুজন কাঁপে পাতা তির তির
শির শির করা ভালো লাগা
কী যে ভালো লাগা… আর ভালো লাগা
চমকে ওঠা বিদ্যুৎরেখা মেঘের গর্জনে
বৃষ্টিতে ভিজে ভিজে খুনসুটি দুজনে
একা একা… আর নয় একা একা, দুজন দুজনার
সবকিছু মিলেমিশে একাকার… একাকার
দুই পথ এক হলো, এক পথ হলো দুই
হাজার বছর হেঁটে হেঁটে কাছে এলাম আমি-তুই
জুঁই গোলাপে বেলি বকুলে সুগন্ধী হলো নদী
কার কী আসে যায় ভালোবেসে মরি যদি
ভালোবাসা… ভালোবাসা… দুজনে ভালোবাসা হলো
টুপ টাপ টুপ টাপ বৃষ্টি নামলো
মেঘ ডাকলো… বিজলি চমকালো
বৃষ্টি নামলো… আকাশজুড়ে তুমুল বৃষ্টি নামলো।
তোর জন্যে সবটুকু
তোর ভালোবাসায়…
আমার এ কী হয়? কেমন রে হয়! যেন
আমি সে ‘আমি’তে নাই।
দমকা বাতাসে আকাশে উড়ি
সাথে নিয়ে সহস্র রঙিন ঘুড়ি
চোখ ফেটে কান্না আসে
বুকের ভেতর লাঙল চষে
একলা হাসি
শূন্যে ভাসি
সাত আসমানে সাঁতরাই
গল্প বলি তারায় তারায়
মেঘের আড়ালে হারিয়ে যাই
আমি সে কোথাও নাই… তুই সে কোথাও নাই।
টলটলে অতল দীঘির জল
দু’হাতে করি খলবল
কোথা যাবি? চল
স্বর্গ-মর্ত্য-গহীন পাতাল?
সারাবেলা মনে মনে তোর পাশেই যে ঘুরঘুর
কখন হঠাৎ তাথৈ নৃত্য রিনিঝিনি জোড় নূপুর
হঠাৎ কখন… যখন-তখন।
তোর ভালোবাসায়…
মনে হয় যেন মরে যাই
যেন গলে গলে যাই
তোকে সবটুকু দিয়ে নিজেকে ফুরাই।
গল্প, সমতল স্বপ্নের
এই তো জানি: তোমার পাশে আমিও আছি আমার পাশে তুমি
এই তো মানি: গোটা দুনিয়া আমার জন্মভূমি।
গোল পৃথিবীর সকল মানুষ:
একে অন্যের জন্যে কাঁদুক
একে অন্যের জন্যে ভাবুক
একে অন্যের হাতটা ধরুক
বুকের সাথে বুক রাখুক
কাঁধের সাথে কাঁধ মিশুক
মনের সাথে মন বাঁধুক।
এককণ্ঠে রব উঠুক:
পৃথিবীর সব মানুষ আসলে একই মানুষ
নারী পুরুষ শিখ-ি হোক
সাদা কালো তামাটে লোক
এই মানুষ ওই মানুষ সেই মানুষ
এক মানুষ এক মানুষ।
ধর্ম জাতি বর্ণ দেশ মতের মিল-তত্ত্বভেদ
সব থাকুক থাকুক বেশ
তবু দাঁড়াই-আমি তোমার পাশে দাঁড়াই
বিভেদ ভুলে বিবাদ ভুলে কালো শিকল শিকায় তুলে
তবু দাঁড়াই-সবাই সবার পাশে দাঁড়াই
চন্দ্র সূর্যের আলোয় ডুবি
মানুষটাকে ‘মানুষ’ ভাবি।
খাদ্য বস্ত্র ঘর স্বাস্থ্য শিক্ষা স্বর
সবটা থাক সবই হোক সব জনের সবই হোক
দূর হোক-দূর হোক তৈরি করা যুদ্ধ জ্বরা মৃত্যু শোক।
যেসব মানুষ দানব মানুষ যেসব লোক কুটিল লোক:
লজ্জা পেয়ে দগ্ধ হোক
মাথা তার নত হোক
তফাৎ হোক; অথবা সে
নবজন্ম পুণ্যলোক ভালোবাসায় শুদ্ধ হোক।
সব মানুষ এই শুনুক এই বুঝুক এই বলুক:
সবাই সবার সাথে রাখুক
সবাই সবার সাথে থাকুক
সবার দিন সুখে কাটুক
সব মানুষ ভালো থাকুক।
এবড়ো থেবড়ো এই ধরাতল: হোক সমতল হোক সমতল।
ভালোবাসি
আমার মালা তোমার গলায় পরিয়ে দিলাম আজ
তোমার সকল মন্দ-ভালো
সকল তোমার সাদা-কালো
মাথায় করে নিলাম আমি করে নিলাম তাজ।
হাতের পরে হাত রেখেছি চোখের পরে চোখ
সব হারিয়ে সব পেয়েছি
তোমার কাছে তাই এসেছি
তোমার-আমার দুজন মিলে মালা-বদল হোক।
পাঞ্চজন্য শঙ্খ বাজুক ইসরাফিল শিঙ্গা ফুঁকুক কেঁপে উঠুক ধরা
হয় যদি হয় মহাপ্রলয়
নেই নেই নেই কোনো ভয়
ভালোবেসে মরবো নাহয় কী আর আছে করা…।