প্রাচীরের ঘাস ও শ্যামল সমাচার
এসব জীর্ণ প্রাচীরে ঘাসের বর্ণমালায়
মুদ্রিত হচ্ছে শ্যামল সমাচার*
এ শহর একদিন ছাই হবে
মানুষেরই নিঃশ্বাসে**
সভ্যতার পোড়া রসায়নে*
জীবনের জৈবসারে*
অঙ্কুরিত হবে পুনরায় সবুজের আচ্ছাদন**
কিছু ঘাস অপেক্ষায় আছে*
একদিন যারা মাটি ভালোবেসে
মাটিচাপা দিয়েছিলো মানুষি পরিচয় পত্রখানা**
আবার তারা মানব ছুরত হবে*
অরণ্যের সোহবতে আদিমনিষাদ
সবুজ মেখে হবে নিরাময়**
ঘাস জানে*
দিন চলে যায়* মানুষের ভ্রমে বিভ্রমে**
ঘাস জানে*
দিন শুধু যায় না* ফিরেও আসে**
অপার সবুজ থেকে বনসাই
এইসব ইট সুরকির বাধ্যগত কোন নাগরিক
জন্মেছিলো সবুজছায়ার জরায়ুতে**
পুকুরপাড়ে* ফুল ভোমরার সনে
সেও বুঝি খেলেছিলো পরাগায়নের খেলা*
হেলেপড়া গাছটার নিছে
বারবার উঁকি দিয়ে গেছে প্রিয়মুখ*
আহা* পাতারং মুখখানি যতোবার মনে ভাসে*
সাধ জাগে* শুধুসাধ… **
সেইসব অবদমিত ইচ্ছার অপারসবুজ*
বিচিত্র টবের সীমাবদ্ধতায়
বনসাই হয়ে ফিরে ফিরে আসে**
ঝরাপাতাপাঠ
তোরকথা খুব মনে পড়ে*
ঝরাপাতা*
ঝরে গিয়ে
তুই কি বেশি ভুল করেছিস**
কখনো কি ভেবেছিলি
বেঁচে থাকার স্বার্থকতা কোথায় বেশি*
ঝরে পড়ায়
নাকি শুধু ঝুলে থাকায়**
জানিস পাতা*
জীবনবেলার এই অবেলায়
আমারও খুব ইচ্ছে করে
ঝরে যেতে*
ইচ্ছে করে
ঝুলে থাকা জীবনটাকে
শুইয়ে রাখি
মাটির মতো নিশ্চয়তায়**
ডাকনাম ট্র্যাজেডি
ইদানিং কেউ আর ডাকছে না
ডাক নাম ধরে*
প্রমিত নামটি নিয়তির মতো
চেপে আছে সহজিয়া নামটির কাঁধে**
আহা* মাটির দলা আমি*
বাঁধা পড়ে গেছি অভিজাত ফার্ণিচারে**
এইসব জমকালো আসবাব
প্ররোচিত করে*
আমি যেন মুখস্থ করি
মার্জিত রুচি**
আহা ডাকনাম ডাকছে*
মেঠো পথে* মাঠে* মাটিতে**
প্রান্তের সবুজ আমাকে ফিরে পেতে চায়*
সহজিয়া ভাষায়*
সহজাত উচ্চারণে**