শাহ মাইদুল ইসলাম এর দুইটি কবিতা

0

ভালোবাঘ

যে মেয়েটি আত্মহত্যা করলো
সে মূলত থামিয়ে দিলো বয়স
একটা উজ্জ্বল মুখাবয়ব এই প্রান্তিক দিনে এসে
ভালোসূর্যের তেজে
জ্বলতে লাগলো
মনসম্ভব মেয়েটি আত্মহত্যা করছে
সে থামিয়ে দিচ্ছে বয়স
সারাটা দিন সমানে জ্বরে গেছে
ও বাড়িতে তার কণ্ঠ ছাপিয়ে কিছুই ঘটছে না
ঘটবার জো নেই

রাত

তীর্যক,
শিউলির ঘ্রাণ আঁকা—
রাত
যতোদূর কার্তিক
ততোদূর চোখ
ছড়ানো জ্যোছনার মহিলা
…এর আলোক অনুভব
ভালোউদ্ভাসিত  
চাঁদ:
একজন একচোখ
শিশুতোষ দেবতা
সদিচ্ছার জোড়া তালগাছ;
বালিকার পনিটেল
রহস্যপূর্ণ ভেঁজাআলোয় অত্যল্প দুলছে
সুউচ্চ এমনি চাঁদ
ভালো,
উঁচু উঁচু গাছগাছালিদের
নরোম রাত
অনেক নকশাআঁকা
ভালোরহস্যের
ছায়ায়, এখানেই আমাদের
জন্ম হলো

শেয়ার করুন

মন্তব্য

টি মন্তব্য করা হয়েছে

Leave A Reply

শেয়ার