রিসি দলাই এর দুইটি কবিতা

0

শূন্যতা

শহরজুড়ে নামছে নীরবতা
রক্তক্ষরণ হৃদয়ে
শূন্যতা পরিমাপ হয় না কিছুতেই
মানুষের নাভিশ্বাস, আর্তনাদ, চাপা কান্না
ঢাকা থাকে না; শব্দের আপাত ভাষা নেই
প্রকৃতি গোপন রাখে কখনো কখনো
আন্তর্জাতিক সীমানার দেয়াল
বধির হলেই কি বন্ধ থাকে প্রলয়
অভ্যাস তাড়িত করে যাপন যৌনতা
আর একমুঠো দীর্ঘশ্বাস…

১৮ ডিসেম্বর ২০১৬

কামিনী ফুলের ঘ্রাণ

শহরকেন্দ্রীক একদল মাতাল
চলছে সভ্যতার খুঁজে
সংকটাপন্ন মানুষের মুক্তি অন্বেষা
আর গণতন্ত্র উদ্ধার প্রিয়-বিষয় তাদের
ঝিনুক নীরবে সহে বেদনার মুক্তো ফলায়
ইদানিং কামিনী ফুলের গাছ পাওয়া যাচ্ছে না কোথাও
ঢাকা শহরের অলিগলি তেপান্তরের মাঠ
সুউচ্চ মিনারের দেয়াল
কোথাও না
একজন কানাই তারস্বরে চেচায় দিনরাত
সব ঝুট হায়-আলবৎ ঝুট হায়
দেশটা এখন হারুন-অর-রশিদের বাগদাদ
চোখে কন্ট্রাক্ট লেন্স চমৎকার মানায়
উন্নয়ন উন্নয়ন উন্নয়ন
মানুষগুলো পায়ের নিচে থেতলে যাচ্ছে শুধু…

শেয়ার করুন

মন্তব্য

টি মন্তব্য করা হয়েছে

Leave A Reply

শেয়ার