…
একটা কালের
জীবন চর্চ্চার সবগুলো অনুসিদ্ধান্ত কালোত্তীর্ণ হয় না!…
পরবর্ত্তী কালের ধারাপ্রবাহে না-উত্তীর্ণ অনুসিদ্ধান্ত বাদ দিয়ে
কালোত্তীর্ণ সিদ্ধান্তের ভেতরে
নতুন চিন্তার জল আনা,
নবনীতা জলের বোধনে স্নান করা হল (প্র)গতিশীলতা!…
গতিতত্ত্বের
প্র(ফুল্ল)গতির টানে ছুটে চলা
জীবনের গতিটুকুকে উজানে ভাসানো প্রগতিকামী মাঝী যে জন, সে জন জানে,
এ-তে কুল রাখা যায়, শ্যামও;
কুলাঙ্গার> কুল পোড়ানো অঙ্গার
কিংবা কুলহারা কলঙ্কিনী হওয়ার (অপ)বাদ সইতে হয় না!…
বর্ত্তমান ব্যতীত ভবিষ্যত হয় না যেমন, তেমনি অতীত ব্যতীত বর্ত্তমান হয় না!
এই দুইয়ের পরম্পরা ব্যতীত এগিয়ে যাওয়ার অর্থ হল,
কুল হারা, শ্যাম হারা! …
নিশ্চয়,
‘প্রগতি’, ‘প্রগতিশীল’ ও ‘প্রগতিশীলতা’ শব্দের এইসব অর্থের ব্যঞ্জনা ভাষা অভিধান ও সঙবিধানে লেখা আছে! …
শেয়ার করুন