জামা

0

…………….

আমি আমার কোনও জামাকে পরিত্যক্ত ঘোষনা করিনি,
যখন যে জামাটি ধীরে ধীরে ছোট হয়ে গেছে/যাচ্ছে,
কিংবা পুরোনো হয়েছে/হচ্ছে, সেটিকে ধীরে ধীরে পরিধান করা ছেড়ে দিয়েছি/দিচ্ছি,
নতুন জামা বানিয়েছি/বানাচ্ছি, ঘোষনা না দিয়ে…
এমন কী আমি সে জামার বর্ত্তমান উপযোগিতা বিষয়ক বিতর্কও করব না!
কেননা,
জামাটি তো আমি ভালোলাগা, প্রয়োজন থেকেই বানিয়েছি/পরেছি/বানাচ্ছি/পরছি…
সে-তো আমার প্রয়োজনীয় অংশ ছিল/আছে…
সময় ও আমার রূপচিন্তনই নির্ধারন করে দিবে, কখন কোন্ জামাটি চাই!
কেবল
জামাটি না, জীবনসমগ্রতারও!
এবং জীবনসমগ্র নিয়ে আমার দ্বান্দিক অবস্থান, লড়াইয়ের কৌশলেরও!
খোঁচাখুঁচি, হাতাহাতি, চুলাচুলি, কামড়াকামড়ি, তীরধনুক অশ্ববাহিনির ময়দান, জলপথ, আকাশপথের রণাঙ্গন থেকে আসা আজকের ভার্চুয়াল রণাঙ্গনে!
(ইউকিলিকস’ই এ যুগের প্রমিথিউস!)
এখানে রণাঙ্গনই মৌলিক সত্য, কৌশল না! কৌশল বদলায়, সময় বদলায়!
কৃষ্ণকালা বলেছেন, পরিবর্ত্তনই জগতের ধর্ম্ম…

জামা বিষয়ক
বারতাটি পাঠানো চাই,

বার্ত্তাবাহক পায়রা নাকি ডাকঘর নাকি মেইল… সে ভাবনা, সময়বিবেচ্য, এমন কি জামাটিও! …

শেয়ার করুন

মন্তব্য

টি মন্তব্য করা হয়েছে

Leave A Reply

শেয়ার