রেকাব ১
যে ভাবে খুব ‘সহজ হিসেব’ কষে ফেলা যায়
তার উল্টো দিক থেকে গুনতে শুরু করলে
অদ্ভুত একটা জায়গায় আটকে যায় জাহাজ
এক বন্দরে ফেলে আসা রোদ
আরেক বন্দরে রেখে আসা জল
সাঁতরে পেরোতে পেরোতে
সাগর, সবার আড়ালে মহাসাগরে মিশে যায়
কেউ কিছুই বোঝে না
শুধু জল আরেকটু বেশি নোনা হয়।
ছত্রাক
যারা যতটা দেখায়
তারা ততোটা নয়
কামানও তো দু’রকমের হয়
জল আর বারুদের
কাজটা যদিও এক
ভুল হয় না তো
নিয়মমাফিক বিরোধের।
একটি স্বীকারোক্তি
টেবিলের ওপর রাখা আছে একটি কবিতা
তার নির্যাস চুঁইয়ে পড়ছে মাটিতে
সেই মাটিতে জন্ম নিচ্ছে কিছু তৃণ
শোধ হয়ে যায় আচম্বিতে পৃথিবীর কাছে যতো ঋণও।
পিঠ
পিঠ, চুলকোবার-চাপড়াবার জন্য
বোঝার ভারে পিঠ যায় বেঁকে!
চাঁদের দু’পিঠই একরকম?!
সে খবর কে রাখে?!
শেয়ার করুন