কবিতা, বশীকরণ মন্ত্র আমার ও অন্যান্য কবিতা // আহসান উদ্দিন ভূঁইয়া

0

কবিতা, বশীকরণ মন্ত্র আমার

শব্দেরা মোহিনী বা সর্পিনী অবয়বে সশরীরী হলে,
সূর্য ছড়াবে মলিন জ্যোৎস্না— দাবদাহ শেষে!
লখিন্দরের ঘুমে যখন বেহুলারা অপয়া হয়—
স্বপ্নের বদ্ধভূমিবাসিনী তখন স্বৈরিণী হবেই!
প্রেমহীন পৃথিবী ছয়লাব লেলিহান ফুয়ারায়
কবিতারাও তাই শুধু রমণীয়ই থাকবেনা আর;
মোহিনী-সর্পিনীরাই বর্ম হয়ে উঠবে এবার।

সর্পিনী অধরে দেবে বিষাক্ত ছোবল— নীলকণ্ঠ হবো,
মোহিনী ওষ্ঠে দেবে প্রেম— বেজে উঠবো মুরলি ।
শাব্দিক প্রেয়সী জড়াবে সর্বাঙ্গ আমার—
তুমুল তুলপাড়ে, দ্রোহ ও প্রেমের মেলবন্ধনে;
জন্ম-জন্মান্তরের বেদে হবো,
কবিতাকে বশীকরণ মন্ত্র বানিয়ে—
অমোঘ প্রেমের তাবিজ বেচবো হাটে-মাঠে-ঘাটে।

চড়ুই-প্রহর ৩

একটি চড়ুই বসতো এসে ঠোঁটের কোণে—
হা করতো না, রা করতো না,
চিতায় দিলেও না করতো না,
আমি তাকে ছাড়তে চাইলেও—
একবারও সে তা করতো না;
জ্বলতো এবং জ্বালিয়ে করতো খাঁক!
তিনটি বছর শিকেয় তুলে,
ভালো থাকিস আমায় ভুলে,
সবার বুকের আগুন খেয়ে বেঁচে বর্তেই থাক।
গরম চায়ে ঠোঁট পুড়ালে,
শীতের শরীর রোদ কুঁড়ালে,
অতীত ভীষণ নিজের দিকে টানে!
ভালোই আমার কাটছে সময় চড়ুই-প্রহর গুনে।

আত্ম বিলাপ

ক্ষমা করো লকলকে অতীত,
আমি তীব্রভাবে সুঢৌল বর্তমানপন্থী।

তোমারই শব্দগুল্ম জাবর কেটে বাঁচি, আর
অবশিষ্ট চর্ব্ব্য-চোষ্য-লেহ্য-পেয় খোলসে পুড়ে—
লোভী শামুকের মতো সমুদ্রের তলদেশে লুকাই
তোমাকে নিষ্ঠুর ডাঙায় ফেলে, হে শুক্লকেশী সময়!

জানি, একদিন আমার দৌহিত্র এর সিক্যুয়েল লিখবে,
তার দৌহিত্রও পেয়ে যাবে পরম্পরা।
তবু, ভাবলেশহীন যন্ত্রবৎ মিথস্ক্রিয়ায় মগ্ন!
এবং নিপুন মমতায় চেষে বেড়াচ্ছি—
চাটুকার সময়ের হাইব্রীড বীজ।
প্রিয়তম ফেলে আশা অতীত, ক্ষমা কোরো, প্লিজ!

বিমূর্ত প্রেমের গল্প

বয়সী কৃষ্ণাচূড়ার একটুখানি আবীর ছুঁতে
হলদে রাধাচূড়াটা খিলখিলিয়ে চুমু খেয়ে গেলে—
ঝিলিক মেরে সূর্য উঠে!
আকাশে মেঘেদের আনাগোনা বাড়ে,
বৃষ্টিরা ফোটা হয়ে ঝরে পড়ার ফন্দি আটে;
দলছুট ভোকাট্টা ঘুড্ডিটাও গোত্তা খেয়ে
ঠিক ওখানটাতেই আঁচড়ে পড়ে ।

ল্যাম্পোস্টের দাঁড়কাক কিংবা বেয়ারা প্রভুহীণ কুকুর
মুহুর্তের জন্য ভুলে যায় আস্তাকুঁড় থেকে কুঁড়িয়ে আনা
সংগ্রামী আদারের কথা!

আমিও আড়চোখে দেখি,
পরক্ষণেই মুখ ফিরাই আরোপিত সংস্কারে।
কিন্তু অবাধ্য মনটা ভিতর থেকে মোচড় দিয়ে কয়,
‘ভালোবাসা এমনতরোই হয়!’

শেয়ার করুন

মন্তব্য

টি মন্তব্য করা হয়েছে

Leave A Reply

শেয়ার