মানুষ বেমানুষ ও কিছু স্বপ্নচক্ষু যুবক
মানুষ সমুদ্র
ক্ষয়িষ্ণু বন
আাদিম গুহা
লবনের সম্পর্ক,
মানুষ শোষণকারী মানুষের বেড়াজালে
অবস্বাদগ্রস্থ মানুষ।
জড়ো করা সম্পদের দেয়ালে হেলান দিয়ে চমকে চমকে ওঠে
ভাতঘুমে স্বপ্ন দেখে
আতঙ্কগ্রস্ত হয়
বেমানুষ। ভুলে যায় তাদের অস্তিত্বরেখা।
ভেঙে দিয়ে সব বিভেদের দেয়াল
সাম্য করবে নীতি
জ্ঞানের বলয়ে হবে মিতালি
প্রেমের আলাপন,
সেরকম কিছু স্বপ্ন চক্ষু যুবক বসে থাকে
চলাচলের রাস্তায়,
নিকটে তার বয়ে যায় গুল্পগুচ্ছের ঢল। সংলগ্ন গন্ধক।
নিমগ্ন স্বত্বা
নিরীক্ষিত পৃথিবী
জাগ্রত চেতনা
একটা অন্ধকার বলয়ে
ঘুমায়,
তারও অতলে
নির্বাপণ কালে
দেখা হয় তাদের।
মানুষ
বেমানুষ
স্বপ্নচক্ষু যুবক।
অংশ
মানুষের অলি গলি ঘুরে
চিনে আসি কিছু সিঁদুর রঙের বাস্তব
বিস্তৃত ডাস্টবিন;
ছেড়া ছেড়া ঘাঁ থেকে ঝড়ে পড়ছে পুঁজ
শিনশিন আবেগের মুহূর্তটুকু পর্যন্ত,
লেপ্টে থাকে বুকে।
আমার আর বিচকিছ করে না
আমি নিবিষ্টকারী চোখ
আমার গভীরে জমা হচ্ছে সিঁদুর
নয়ত পুঁজ রঙের মেঘ,
তারও উপরে
উদাসীন আকাশের আদি নিবাস।
(অংশ…
অংশ
জগত পুনরাবৃত্তিময়।
আমি দেখি
আমি দেখি
তোমার চলাচল
নিত্য নেমে আসা সন্ধ্যা,
আমি দেখি
আমি দেখি
বিলাসী প্রবনসমূহ।
(অংশ…
অংশ
অন্যথা অন্যত্র
মৃদু বাতাস বয়,
আগুনের শপথ নিয়ে
ঊর্ধ্বগামী হয় অভিস্রাবন,
দুরত্বটা ঘোচে না।
জগতময় প্রেম আর দুরত্ব নিয়ে খেলা চলে,
সমন্ত সাগরে।
(অংশ…
অংশ
অরূপান্তরিত প্রেম ভেলকিবাজির উপরে ব’সে; —
হয় নাকি তার ক্ষয়?
উড়ালচম্পট—
উড়ালসেতু—
দায় হয়ে ঘোরেফিরে,
বোঝা নিয়ে হেটে আসে বোকা পথিক।
(অংশ….
চক্র
সময় চক্রাকার
আর চক্রের কোনো প্রান্ত নেই,
যার প্রান্ত নেই
তার কোনো শুরু নেই শেষ নেই,
যার শুরু নেই শেষ নেই
সেই ত অসীম।
চক্র কিন্তু শূন্যাকার,
শূন্যে চলছে খেলা।
আবর্তনীয় তুমি
তোমাকে ছুঁতে যাই
নিয়ত হারাই।
সাদা পাখি ঘুড়ি ক্ষয়িত নিশ্বাসসমূহ
এখানটায় এটা ঠিক সন্ধ্যা
সাদা পাখি উড়ে যায়
দুরে,
কী বেদনার প্রান্ত ছুঁয়ে আরেকটা ঘুড়ি,
সেও উড়ছে
ঘুরছে শুধু
চক্রাকার সীমানায় ।
তলে তলে চলছে তার
অস্থির প্রয়াস,
কম্পমান রেখাপারের
একেকটা বাঁক শেষে
অন্য সরল,
নিজের একান্তে নিশ্চিহ্নে যাওয়া নিশ্বাষসমূহ ।
এত এত পথ পেরিয়ে রয়ে গ্যাল সেখানে যেখানে তার যাত্রা শুরু বরাবর।
এখানটায় এটা ঠিক সন্ধ্যা
সাদা পাখি উড়ে যায়
দুরে,
কী বেদনার প্রান্ত ছুঁয়ে
সেই আরেক ঘুড়ি,
হয়ে এসছে
হয়ে আসে সময় শুধু
মাতৃকল্ললের মায়াঘটিত গোধূলিঘরে ফিরবার তাড়া—
নেপথ্য তবু গোটাতে চায় না সুতা,
ক্ষয়ে যায় যা কিছু
রয়ে যায়
সীমানা পেরানোর নেশা ।
অথচ আমি ত বালকবেলা পেরিয়েছি সেই কবেই…
এখানটায় এটা ঠিক সন্ধ্যা
সাদা পাখি উড়ে যায়
দুরে…….