প্রবাহের কথা ও অন্যান্য কবিতা // অতনু ভট্টাচার্য

0

প্রবাহের কথা

ঘর্মমাস পেরিয়ে গেলে
হে উদাস তুমিও ধারাস্নানে
লিখে যাবে প্রবাহের কথা—
সেই সব দুর্লভ ছলাৎ
তার রেণুগুলোর কোনো
বিরামচিহ্ন নেই—
প্রতিটি বিন্যাসের তবু
নিজেস্ব কালান্তর
প্রতিটি আভাসে তার
দুশ্চর ব্যঞ্জনা থেকে যাবে…

 

দূরের যাত্রী

এসে দাঁড়ালে
দ্বৈত্ব যাত্রার
সূচনায়…
#
অনিশ্চিত এই যাত্রা
একটি বিন্দু থেকে
বিবিধ বিন্যাসে…
#
আমরা দূরের যাত্রী
পরস্পরের অগম্যে
দ্বিধাগ্রস্থ

 

দান

আলো দিয়েছিলে জামা
বায়ু নিয়েছিলে সাথে
শিতাতপ রোদ পয়রাগুড়… মধু…
                #
মনে আছে যে যা দিয়েছিলে সব কিছু
                #
শক্তিযোগে শিবসংজ্ঞা শক্তিলোপে শব!

 

প্রস্তুতি

সত্য আর সৌম্যর মাঝে
যে সেতু দুলছে
তুমি তার নাগাল পেতে চলেছো…
                #
ভাসমান শিলা, গভীর জলতল,
নৃত্যপর বাতাস
অপেক্ষার সাম্যে রয়েছে!
                #
প্রস্তুত হচ্ছো…

শেয়ার করুন

মন্তব্য

টি মন্তব্য করা হয়েছে

Leave A Reply

শেয়ার