‘মৈমনসিংহ গীতিকা’ আবিষ্কারের শতবর্ষ উপলক্ষে ১৭ই জানুয়ারি আলোচনাসভা

0

‘মৈমনসিংহ গীতিকা’ আবিষ্কারের শতবর্ষ এবং দীনেশচন্দ্র সেন কর্তৃক প্রকাশের আসন্ন শতবর্ষ পূর্তি উপলক্ষে ‘মৈমনসিংহ গীতিকা শতবর্ষ উদযাপন জাতীয় কমিটি’-এর আয়োজনে (লিটলম্যাগ ‘চারবাক’ ও ‘শুক্কুরবারের আড্ডা’-এর সহযোগিতায়) আগামী ১৭ই জানুয়ারি, ২০২০, শুক্রবার, বিকাল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রমেশ চন্দ্র মজুমদার হলে (আর. সি. মজুমদার হল) আলোচনা সভা অনুষ্টিত হতে যাচ্ছে। এতে যোগদান করার জন্য আগ্রহী সবাইকে আমন্ত্রণ।…

অনুষ্ঠান-সূচীঃ

সম্মাননা গ্রহণ: ড. সৈয়দ আজিজুল হক
অধ্যাপক, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

ড. অমিতাভ চক্রবর্তী (অমিতাভ কবির)
অধ্যাপক, দিল্লি বিশ্ববিদ্যালয় এবং জেনারেল সেক্রেটারি, আন্তর্জাতিক বঙ্গবিদ্যা সোসাইটি।

অধ্যাপক দেবকন্যা সেন
সম্পাদক, আচার্য্য দীনেশচন্দ্র সেন রিসার্চ সোসাইটি, কলকাতা।

স্বাগত বক্তব্য: মতিউর রহমান গাজ্জালি।

মূল প্রবন্ধপাঠ: ড. হালিমদাদ খান।

আলোচকবৃন্দ: অরূপ রাহী, আনজীর লিটন, আহমেদ স্বপন মাহমুদ, ড. চিন্ময় হাওলাদার, ফয়েজ আলম, মজিদ মাহমুদ, রোকসানা গুলশান এবং সৈয়দ লুৎফুল হক।

সভাপতি: ড. সেলু বাসিত।

শেয়ার করুন

মন্তব্য

টি মন্তব্য করা হয়েছে

Leave A Reply

শেয়ার