যায়, গীতা রায়
ঘুম পাড়ে আউলা সিঁদুরে গীতা রায়
আন্তঃনগর ট্রেনে ভিড় মুখে বিষণ্নতা
আর সখি আর আমরা
দিনের শেষে ফোঁটা শ্রমও বিকোয়
দুর্বৃত্ত পুঁজি ঠোঁটে
চোখগুলো গোপন গণনায়
জীবন থেকে দূরে-
দূরে
সরে যায় আরও দূরে
ব্লাউজ উপচে পড়ে দুধ
শিশুটা একা ঘরে ঘূর্ণিতে
সময় পড়ছে
জীবন পুড়িয়ে পুড়িয়ে
পাখিগুলো উড়বে না এমন নয়
মিথুনেরা উড়ে যাবেই লীলাবনে
খেলবে জীবন খেলা-জীবন পুড়িয়ে পুড়িয়ে
শিশুপাখি আসবে-এভাবেই আসে
এক ফাগুনে পুরোটা আকাশ দিয়েছ
কেন বন খুঁজি প্রশ্ন কর-
খুকি সেই কবে পেরিয়ে এসেছ বেলা
এখন অন্য সময়-সে তুমিও বুঝ
উল্টো রথে এসো প্রিয়াঙ্গনা
দুয়ারে কদমফুল টাঙিয়ে দেব
সিঁদুর রেখেছি সযতনে তুলে
ওসব নিয়ম বিধিমাত্র
শেয়ার করুন