ইরাকের জেহাদ ৭১’র মুক্তিযুদ্ধ ও সাম্রাজ্যবাদ
ইরাকের জেহাদ, ৭১’র মুক্তিযুদ্ধ সমার্থক।
তেল-নয় যুদ্ধ। মানুষ কেন-
পাখিও থাকবে না।
পাখিও মারো কোন অধিকারে তুমি? তবু-
‘মৃত্যু আমাকে নেবে-
জাতিসংঘ আমাকে নেবে না।’
বিপ্লবের জন্য চে’কে দরকার দেশে দেশে।
যুদ্ধবাজ শাসকরা প্রেমের কবিতা পড়ে না।
আমূল বদলে দিতে পারে শুধু ভালবাসা।
আধুলি হাতে কেনা যাবে আলো
আকাশে ঝরে চাঁদের বিষণ্নতা
বিশীর্ণ মুখে হাসে মাধবিলতা।
করুণ বদনে ফোটে না কোনো ফুল
কেবল দিতে হয় ভুলের মাসুল।
কিছু আধুলি হাতে থাকলে ভাল
কেনা যাবে সময়ে-অসময়ে আলো।
কবে তুমি গর্ভবতী হলে
আমি তো যাইনি বিস্তৃত শয্যায়
মাটির গতরে ছিল ভাঁজ ঢিলেঢালা
কবে তুমি গর্ভবতী হলে আমাকে
ছাড়া? তুমি জান এ কার আপদবালা।
তোমার ভেতরে দেখি সারি সারি মুখ
আমি দিই শুধু একা অন্তর্জলি!
উদগ্রিব উৎসুক হাজারো জনতা
কাঁপায় মাটির স্থবিরতা-কানাগলি।