মিজান মল্লিক’র কবিতা

0

পোনা

এদিকে চলে আসছে বাদলা দিন গাদলা দিন
পোনা খালি কিলবিল করে খালে বিলে জলে
এই যে ডিমওয়ালা মাছ মাছের ডিম
নষ্ট করছ
বলি, কয় বছর পোনা নিধন না করলে
পৃথিবী মাছময় হয়ে যাবে?
একবার বৃষ্টি হলে পরে কত পোনা বিদরে?
কি কয় সাইন্স-৫০ হাজার! তয় ৫০ কোটি?
আর বহুজাতিক কোম্পানিগুলোতো খালি নিয়ন্ত্রণ বার্তা পড়ে
পোনা মারিবার তরে তারা তো জাল বানায়, বাণিজ্য করে
লোকেরা সেই জাল সানন্দ চিত্তে খরিদ করে
দিবারাত্র গাত্র ভরে পোনা মারে
তারাতো সৃজন আনন্দে নাচে না।
আসছে বর্ষায় আমার নিজের অধিকারে একটা পুকুর নেব
আর আমি চলে যাব সে জলবতি দিঘির গভীরে
থৈ থৈ জলে মনের হরিষে সাঁতরাব আর পোনা ছাড়ব
বাড়ন্ত পোনার সাথে আহ্লাদ করব।
অযুত নিযুত পোনা আমারে বাপ বলে সম্বোধন করবে।

ভাব

একা একা হাসতে নাই, বলতে নাই কথা
ভাব যা উদয় হয় মনে, তারে প্রকাশিত নাই
আপন মনে বিড়বিড় করতে নাই
তাতে ভদ্রতা ছোটে যায়, লোকেরা পাগল ঠাওরায়।

চিন্তাকে দেখোনা কিন্তু চিন্তককে দেখ-তার বহিরঙ্গ
আর হাবভাব দেখে কত যে বিচিত্র সিদ্ধান্ত দাও
জটিল কুটিল ইঙ্গিত কর
বলি, আজকাল তুমিও কি সাইকোলজি চর্চা করতেছ?
রহস্য করে বলি, আমার নাম দাঁড়িপাল্লা, মানে নিক্তি
বাপে যদ্যপি আদর করে ডাকে মিজান
এ কথায় তুমিও কি সন্দেহজনকভাবে তাকাও না?
লোকেদের, লক্ষ করি হরেক রঙের লোক কি চিত্র-বিচিত্র ব্যবহার
তাদের একা-একা নাটক করার দৃশ্য দেখি, ভিতরের স্রোত দেখি।
আমার লোকেরা ভাবুক আছে, তারা ভদ্রতারে বিদেশি কুত্তার মতো ডরায়।

২.
একটা ভাবকে ধরতে যাব, সে ফুরুত করে উড়াল দিল
উড়তে-উড়তে, ঘুরতে-ঘুরতে শেষে একটা গাছে বসল
অবশ্য, তাতে ফুল ধরা আছে-হলুদ বর্ণের।
এই কাণ্ড দিনের বেলার-তবুও ঠাহর করতে পারছি না
তা গাছ, পাতাওয়ালা-সবুজ রংয়ের, তাতে ছোপ দেওয়া আছে-হলুদের।
উপুর্যপরি বাতাসে দোলে।
তা গাছ, ফুলের না ফলের? আর হলুদ একটা রংয়ের নাম!
তুমিও তো সবুজে হলুদে মাখামাখি করে কি সব কর
হাওয়ায় দোল, তোমারও তো একটা ডাক নাম আছে।
আচ্ছা, তুমি কি বৃক্ষ!
ফুলে ফুলে সাজ। পরাগায়িত হও আর ফল দাও?

কোকিল

বোধ করি, কোকিল রে
উকিলের ঘরে
আমি যাইতে দেখছি।
অবশ্য উকিলেরা চতুর প্রাণি হয়
আর কোকিলও তো কম যায় না।
বেশ-ভূষা বদলাইয়া ফালাইছে।
মুখে তার টু রাও নাই।
তার লগে ইঙ্গিতে কথা হয়েছে।
বলেছে সে-বনে ফাল্গুন আসার আগ পর্যন্ত
ব্যস্ত-সমস্ত উকিলদের মন্দিরে
সুন্দরি সোমত্ত অকর্মা বৌদের বনে, তনু মনে, বিহার করবে
কিন্তু কু-উ কু-উ ডাক পারবে না, তবে ডিম পারবে।
বোধ করি সময় আসিতেছে,
উকিলের বাসায় কোকিল ছানার ডাক শুনতে পাব।

শেয়ার করুন

মন্তব্য

টি মন্তব্য করা হয়েছে

Leave A Reply

শেয়ার