এপিটাফ
নির্ঘুম রাত দোচোয়ানি ঢালি
চোখের মাঝে চোখ রেখে
করাত কাটে সমূহ হৃদয়।
জরায়ুর গা ঘেঁষে ঝরে— জল না-কি ঘাম?
আহ্ কি বিষাদ!
সময়ের শরীরে জমে স্বস্তির ধূলি
মত্ত হয়ে খুঁজি ফিরি মহুয়ার ঘ্রাণ
অচেনা লাগে নিজের কাছে—
যান্ত্রিক প্রতিচ্ছবি।
তবুও ঘোর অমাবস্যা, ফের ডাকঘর
বাড়ির পাশে দাঁড়ানো প্রাচিন বৃক্ষ
আর শুধু তুমি, শুধু তুমি।
গল্পঘুড়ি
আঁধারের জরায়ু ছিঁড়ে চুড়ি পরা হাত ব্যারিকেড হলে, নগরসর্বস্ব অ্যালবাম ধূসর হয়। চার পায়া কাঠে জীবাণুজীবন বেড়ে উঠি।
গল্পনির্ভর জীবন বড্ড বেশি সুখ খোঁজে খোঁজে নাগরিক ঘুড়ি সাজে।
কল্পনার নারী ঘুম চোখে ব্যাবিলন আঁকলে, শাড়ির আঁচলগুলো সময়ের পিচঢালা পথ হয়।
খোলা চুলে বাতাস ছুঁয়ে শতায়ু পাখিও মুহূর্তে প্রাণ হারায়।
শেয়ার করুন