কন্থৌজম সুরঞ্জিত’র কবিতা

0

আমার জিয়ন কাঠি

সাদা কিংবা সবুজ
ঘাস ওঠা পথের দু’ধার বেয়ে
চলে গেল সারি সারি
কুণ্ডলিত মেঘ-সম্ভাবনা।

পেছনে সুস্থির
কয়েকশ নির্মল চোখ।
ছেলেটি কাঁদছে:
আগে জেনে দিগন্তের কথা।

আমি বার বার কারণ খুঁজে আটকে যাই
কালোত্তীর্ণ স্রোতে!
বিস্মৃতির হাতে স্মৃতি গড়ে অনুস্মৃতি
পাড়া জুড়ে তাই এত আন্দোলিত প্রাণ।

বাবা, তুমিই বল—
কাকে আর ফেলে রাখে এ জমিন,
পিতৃহারা করে?

দুই

কখন যে কাগজের মিল
সোনালি আবহে প্রশস্ত পাড়ায়
ধীরে-ধীরে গড়ে তুলেছিল কর্ণফুলি-কূল;
সে কাহিনির ওপারে গজায় একাডেমি-বই।

পাহাড়ের চূড়ায় যে কুণ্ডলিত মেঘ
তাকে আজ বহুদূর মনে হয়!

তবু এই কালবৈশাখি ঝড়ে অবশিষ্ট আলো
নীল কাগজে,
আবেগি পাতার মতো ধরে আছে
গাছের সমস্ত ডালপালা।

শেয়ার করুন

মন্তব্য

টি মন্তব্য করা হয়েছে

Leave A Reply

শেয়ার