প্রাক মৃত্যুর গান-১
কোন্ সে প্রতিপক্ষ যে আমার সুষমা কেড়ে নেয়?
কোন্ সে সবুজ যে এতটা ক্ষত-বিক্ষত করে!
আমার হাতে যে অনাদি, রেবতির কাল, গড়িয়ে যাওয়া পাথরের ধার!
রাত্রির অপরতায় আমাদের বিচ্ছিন্নতা—
অসময়ে মোমের আলো নিভিয়ে দেয় আমার উত্তরাধিকার!
যখন স্রোতের ঊনতা শুকিয়ে যাওয়া রক্তে!
যে বীজ বপন করেছি অনাগত সে-ও এর দাবিদার
যে রোদ এসেছে কাল মমতায় সনাক্ত হয়েছে সে-ও;
যেন বেঁচে থাকা অসীম অন্ধকারে মৃত্যুর নৈকট্য—
প্রজন্মের প্রবণতায় আমি ডুবে যাই!
হায় ঈশ্বর! পরকালে যেন বৃষ্টি হয়ে জন্মাই।
প্রাক মৃত্যুর গান-২
বউরা বেশ্যা হয়ে গেছে
বেশ্যারা ভুলে গেছে রতিবিলাস
যার প্রেমিকা হওয়ার কথা ছিল
সে হয়েছে বন্ধু
আর বন্ধু? ধাপে ধাপে শত্র“ হচ্ছে—
এ জন্যেই যেন বেঁচে থাকা
শেয়ার করুন