অভ্র আরিফ’র কবিতা

0

বিষাদ মানে হাওয়া

বিষাদের হাজার রকম চিত্রায়ণ করা যায়
শিক্ষক, চিকিৎসক, ব্যবসায়ী সবাই
ভিন্ন ভিন্ন ভাবে বিষাদের চিত্র আঁকবে
রাজনীতিবিদ হলে অন্য কথা
সে আঁকাআঁকির বদলে তুলি ও ক্যানভাসটাই পকেটে পুরে নেবে।

উচ্চবিত্ত ও মধ্যবিত্তদের বিষাদের চিত্র ভিন্নতর
আবার নিম্নবিত্ত হলে অন্য কথা
সে আপনার কাছে বিষাদের মানে জানতে চাইবে
জানতে চাইবে, আগুন ক্ষুধা পেটে নিয়ে ঘুমোতে যাওয়াকে
বিষাদ বলে কি না?

আমি চুপ। আমি এসবের কিছুই না
আমার ক্যানভাস তাই শূন্য
জলের ভিতর থাকা মাছের যেমন তেষ্টা পায় না
বিষাদমণ্ডলে ডুবে বিষাদের চিত্রায়ণ হয় না
বিষাদ মানে হাওয়া, হাওয়া আঁকা যায় না।

বৃষ্টি

জান্‌লাঘেষা নারকেল গাছটাকে জড়িয়ে ধরল বৃষ্টি
দৃশ্য এমনই মধুর
হাওয়া বাজাল তুমুল সুর
বেলাজ সূর্য্য তা দেখে রাঙাল চোখ, পাঠাল রোদ্দুর।

কিন্তু…

বৃক্ষ ও বৃষ্টির বিচ্ছেদ থাকে কদ্দূর?

দিন শেষে
ভালবেসে
জমাট আলিঙ্গনে বৃষ্টি নিরাভরণ বৃক্ষকে কাছে পেল
সলাজ সূর্য্য তা সইতে না পেরে, টুপ করে ডুবে গেল।

শূন্যতায় বাস

হৃদয় চিহ্ন আঁকা তোমার চিরকুট পেলাম
হৃদয়ে চিহ্ন এঁকে আমিও পাঠালাম হৃদয়চিহ্ন
হৃদয়ের এই বিনিময় খেলায়
পুষ্পিত হল বৃষ্টি
আন্দোলিত পৃথিবী।
কিন্তু…
এ দেশে গেরস্তের গোলা ভরার আগেই
জিডিপি ফুলে-ফেঁপে তোমার হৃদয়ে ঢুকে গেল।
এমনই ঢুকল যে, তোমার হৃদয়ের শেইপটা
একটা বিশালাকার শূন্য চিহ্ন হয়ে গেল।
তারপর একদিন…
তোমার সেই শূন্য টা আমার হৃদয়কে খেয়ে ফেলল।
এরপর থেকে শূন্যতার ভিতর আমার হৃদয়ের বসবাস।

 

93650355_232502791187506_8528649463135207424_oঅভ্র আরিফ
জন্ম ১২ মার্চ ১৯৯০ কিশোরগঞ্জ জেলার প্রত্যন্ত এক গ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স। শিল্প মন্ত্রণালয়ে কর্ম্মরত।

শেয়ার করুন

মন্তব্য

টি মন্তব্য করা হয়েছে

Leave A Reply

শেয়ার