কবিতা || রেজওয়ানুল হাসান

0

অলস দুপুর

দোয়েল পাখির লাফিয়ে চলার মত
সময় পার হয়ে যায় দিন রাত্রী নিয়ে
খোকসা গাছে টুনটুনির ওড়াউড়ি
ছোট পাখায় লেগে আছে কত জায়গার ঘ্রাণ
আমার শরীরের সমস্ত প্রতিবন্ধকতা
দূর হয়ে যায় জঙ্গলী ফুল পাখি দেখে
দোয়েল চত্বরের দোয়েল পানির ঝর্ণা
সাজানো বাগান মানুষের ভীড়
থমকে পরেছে মানব সভ্যতার অগ্রগতি
ধনীর বিলাসিতায় আতঙ্ক ছড়িয়েছে
দারিদ্রের অন্নের সঙ্কট হয়েছে প্রবল
শ্রমিক হারিয়েছে কর্ম্ম অলস দুপুর

জয়গান

চড়ুই পাখির ঠোটে খুটে খাওয়া খাদ্যের মত
মানুষ আজ খুঁজে ফিরছে রিযিকের সন্ধান
নিশ্চিত জীবিকা ছেড়ে বেকার হয়েছে অনেকে
মেঘ যেমন নীল আকাশে উদ্দেশ্যহীন উড়ে
মহামারীর করাল গ্রাসে বিধস্ত মানব গোষ্ঠী
স্বেচ্ছায় গৃহবন্ধী ভাল থাকতে ভাল রাখতে

ধৈর্য্যের সীমানা বাড়াতে হবে আরও
কাঁটাতার দিয়ে রাষ্ট্রের সীমানা ঘেরা যায়
মানব সমাজকে পৃথক করা যায় না কখনও
সাগরকে যেভাবে পৃথক করা হয় নামে
অর্থের মাপকাঠি দূরে সরিয়ে রাখি
বুক ভরা প্রেম নিয়ে গাই মানুষের জয়গান॥

 
72628664_2742570845755390_5267621421101613056_nরেজওয়ানুল হাসান
জন্মঃ আগষ্ট, ৫, ১৯৭৯, সোমবার
জন্মস্থানঃ মিডফোর্ড, ঢাকা।
কাব্যগ্রন্থঃ বঙ্গআবীর, ২০১৫। মোক্ষ, ২০১৭
বর্তমান ঠিকানাঃ বনানী, বগুড়া।
মোবাইলঃ ০১৭১৮৮৭৬০৬৩
rezwanulhassan11@gmail.com

শেয়ার করুন

মন্তব্য

টি মন্তব্য করা হয়েছে

Leave A Reply

শেয়ার