আড়ালের কথা
……………………………
আমি
আড়ালপিয়াসী!
আড়াল শব্দের অর্থ,
লোকালয় থেকে দূরে যমুনার কূল …
তমালের ডাল … জলজ গুঞ্জন …
বেজে ওঠা বাঁশী …
কিংবা
আড়ালের অপর নাম,
শিল্প—
জানি এইটুকু—
আড় চোখে
দেখার আনন্দে
ঈষৎ বাঁকানো চোখ
জানে—
আড়ের আধার লালনে … লয়নে …
আপনাকে
(আড়ালপিয়াসী আমি)
ডাকছি আড়ালে, ভাঙ্গতে আড়াল—
প্রিয়
তমের আবাস
অথবা
তমার লালনে জাগা
তমালের বনে, কুঞ্জে; পাতার মর্ম্মর গানে …
এবার
আড়াল নিয়ে
আপনার ভাবনা বলুন— (…)
জানা ও জানালা
……………
তোমাকে জানার লাগি … যাই, জানালার কাছে …
অথচ
লুকাও তুমি, পর্দ্দার আড়ালে …
যেন অবরোধবাসী, অজানা ভূগোল …
জানালা— পৃথিবী দেখার চোখ!
খুলি, সকল জানালা!
দেখি
বিরল পৃথিবী, ইচেছর আকাশ।
কাল
যতটা জানালা খোলে, রচে, ততটা সৌন্দর্য্য …
জানা
লালন আধারে
এস
জানালার কাছে … পাবে সৌন্দর্য্যের স্বাদ— পৃথিবী দেখার চোখ!…
কবীরাগুনাহগার
অকবীরা কথা বলে …
কথার ভেতরে কথা বলে কবী …
এই
বাক্যকটী
মাথায় ঘুরপাক খাচ্ছে যখন
তখন
পাশাপাশি চলতে থাকা
সবুজ ট্রাকটী
হলুদ ট্রাকটীকে
বলল, আব্বে হালা, গাঙ কইরা হাঁলামু!…
এই
গাঙ করে ফেলা—
এই
কথার ভেতরে কথা—
গোপন আঘাত— অন্যতর উসকানি…
ভয়াবহ জানা
প্লাতোর
(কল্পনার) আদর্শ রাষ্ট্রে
কবীরা
কবীরাগুনাহগার!
(কল্পনার গতিশীলতা বহন
তরণ আধারে)
কায়ার আবহে নতুন নতুন ছায়া,
অর্থের সৃজনে
(ক্যু)তর্কের দো-কানদার!
এবং
কোরানও বলছে,
‘আমি তাঁহাকে কবিতা শিক্ষা দিই নাই’
‘কবীরা
বিভ্রান্তিকারী!’
কালো
বলে ‘কালো’— করে অবহেলা!
তবু
মজিয়া পিরিতে
লোকে
ডাকছে আদর করে— বলে, শ্যামকালা!
(তারাশঙ্করের গাঁয়ে
শরৎ সকালে ঝিকিমিকি রোদে
তামার কলসে উদ্ভাসিত সোনার টোপর
রাঙিয়ে মাথায়
কাশফুলরাঙা রেলপথ ধরে হেঁটে আসা
শীর্ষবিন্দু
ঠাকুরঝির বিহনে
কবিয়াল
নিতাই চরণ বাঁধে গান—
কালো যদি মন্দ তবে
কেশ পাকিলে কান্দ কেন রে?
কিংবা
কালো চুলে রাঙা কুসুম হেরিছ কী স্বপনে?…)
বলে ‘কালো’—
করে
অবহেলা!
তবু
দিবার কাননে
হেসে… খেলে… ঘুমায় নিঝুম
রাত্রীর কাজল চোখে…
পোষে মনে
ভাবের বিরোধ!
আর আমি
কালের নীরব আলাপনে
কালিমাকে
ভালবেসে করলাম কলমের কালি!
ভাষার বিজ্ঞানে
কাল + ও = কালো— কালের অস্তিত্ত্বাদিকরণ!
— কথার আলেখ্যে
জানে কালী
মানে
কাল + ঈ = কাল গতিশীলকারী।…
আরণ্যক টিটো
জন্ম— জুন, ০৬, ১৯৭৭।
জন্মস্থান— উত্তর গোবীন্দর খীল, হাঁদু চৌধুরী বাড়ী, পটিয়া, চট্টগ্রাম।
(শৈশব কৈশোর ও তারুণ্যের সময়যাপন) বেড়ে ওঠা (পূর্ব্ব বালিয়াদী, মীরশ্বরাই, চট্টগ্রাম) নানার বাড়ীতে।
প্রকাশিত কবিতার বই—
ফুলেরা পোষাক পরে না (সাল: ২০১৮, প্রকাশক : মনফকিরা, কলিকেতা)।
প্রকাশিতব্য বই—
অর্দ্ধনারীশ্বরবাদ : প্রকৃতিপুরুষতত্ত্ব (নন্দনতত্ত্ব), বটতলার বয়ান (ভাষাতাত্ত্বিক গদ্য) ও উদ্ভিদপ্রতিভা (কবিতা)।
সম্পাদক— চারবাক।