চাঁদের হাট থেকে কেনা ফুল || অভ্র আরিফ

0

চাঁদের হাট থেকে কেনা ফুল

ব্ল্যাক-আউটের তামসিক রাতে
যখন পৃথিবীর সব কৃত্রিম আলো নিভে গিয়েছিল
তখন পূবাকাশে রূপোর থালার মতন
একটা মস্ত বড় চাঁদ ওঠে।

আর আমি শহরের চৌরাস্তার মোড়ে বেহুদা দাঁড়িয়ে আছি।
ঠিক তখনি রূপালী শামিয়ানা টানানো একটা ঘোড়ার গাড়ি
টগবগিয়ে আমার সামনে এসে দাঁড়ায়
আর আমি তাতে উঠে বসি নির্দ্বিধায়
যেন আমি জানতাম সে আসবে
যেন আমি তার জন্যই অপেক্ষায় ছিলাম।

শহরের এক প্রান্তে এরকম রূপালী রাতে একটা হাট বসে
দুধ জোছনা মেশানো হাওয়া খেতে খেতে
আমি সেই হাটে পৌঁছে যাই।
সেখানে র‌্যাবো, রিল্কে থেকে শুরু করে জীবনানন্দ, আল মাহমুদরা
বাজার সদাই আর আড্ডা বাজিতে মশগুল
এক কোণে লালন বসিয়েছে তাঁর গানের আসর।

আমি দ্রুত একগুচ্ছ রজনীগন্ধা কিনে ফিরে আসি।
সকালে অফিস। চাঁদের হাটে রাত জাগা কি আমার পোষায়?

তারপর
ফুলগুলো মাথার কাছে রেখে আমি ঘুমিয়ে যাই
কিন্তু হায়! সকালে উঠে দেখি
শাক ভেবে ফুলগুলোকে চুলায় চাপিয়ে দিয়েছে!

 

 

65434313_440484213176005_5891920859177680896_nঅভ্র আরিফ
১২ মার্চ ১৯৯০ সালে কিশোরগঞ্জ জেলার প্রত্যন্ত এক গ্রামে জন্ম। শৈশব ও কৈশোরের রঙ্গীন দিনগুলি ওখানেই কাটানো। পরবর্ত্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স শেষ করে বর্ত্তমানে শিল্প মন্ত্রণালয়ে কর্ম্মরত।

ইমেইল: arif525kj@gmail.com ফেইসবুক: faceboo.com/avraw.arif

শেয়ার করুন

মন্তব্য

টি মন্তব্য করা হয়েছে

Leave A Reply

শেয়ার