ধান
তোমার শরীরঘন আনন্দে ডুবে ছিল পৃথিবীর শর্করা-ধান
নিজস্ব গন্ধ কথার নীচে খুল ধন-ধান্যের বান।
বণিকছন্দ যত বাড়ে তত কমে উর্ব্বরতা, নিজের নাম-পরিচয় থান!
পাইথন ফুলের দেশে
তোমার ছায়া থেকে পাইথন ফুলের আস্তানা সরে গেলেও
এখনো বাজাও খোল-করতাল, বর্শা-বন্ধনী।
বনে, বন-মোরগ খাওয়ার কত সহস্র গল্প ফুটালে —
পাইথন মোরগ খায়। তোমরা বন খাও।
অথচ খাওয়া-খাওয়া এই গল্প প্রকৃতির সহজ পাঠ।
আমাদের আমিষ বনে কত পাইথন আর ধুতুরা ফুলের বিষ
তোমার দখিণা বারান্দায় প্রতিদিন ইকো-সেবা দিয়ে যাচ্ছে।
পাইথন মোরগ খায়। তোমরা বন খাও।
তোমরা পাইথন ও বন-মোরগ দুটাই খাও!
শেয়াল বাহাদুর
এই শহরের তমিস্র রাতে উলু ডাকছে বিপন্ন শিয়াল বাহাদুর।
আমি তো এখন নগর কুকুর, এই সব ধ্বনি-প্রতিধ্বনির আওয়াজ
ধরায় না নতুন কোন মিথ, কিংবদন্তি ধ্যান
চালাঘরে ফুটোয় চাঁদ দেখার সুযোগ কই?
আমি তো প্রকৃতি ছেড়ে কবেই উঠেছি হিংসাবাদের প্রজন্মে;
সময়ের এই উল্লুক ধরতে চাইছি, নতুন ইতিহাস বানাতে চাইছি!
আজিজ কাজল
কবি, প্রাবন্ধিক। প্রাতিষ্ঠানিক শিক্ষা: স্নাতকোত্তর, বাংলা ভাষা ও সাহিত্য। পেশা: শিক্ষকতা। জন্ম: ২৪/১২/১৯৮৪ খ্রি.। জন্মস্থান: টইটং গ্রাম, পেকুয়া থানা, কক্সবাজার জেলা। প্রকাশিত কাব্যগ্রন্থ— এ পালের জোছনা প্রহরে (২০১৩)। ধ্বনি পূর্বাপর (২০১৬)। বাঁকা হরফে চাঁদ (২০২০) ।