জীবনের যমজ পাখি, পুতুল ভাঙার দিনে ও অন্যান্য কবিতা || দ্বীপ দিদার

0

সাঁকো ও পারাপারের ফজিলত

সাঁকোটা পার হলেই
পেরিয়ে যাব চিহ্নায়কের দূরত্বটুকু*
ভূবনগাঁয়ে*
অপার শূণ্যতায়
একে অপরকে পাব*
একে অপরের হব**
সাঁকোটা ছুঁয়ে আছে
উৎসের মেঠোপথ*
গন্তব্যের সম্ভাবনা রেখা**
কতটা বিন্দু* কতটা রেখা*
ভেদে নয়*
অভেদেই মিলিবে পরম ঠিকানা*
চল
পারাপারে জেনে নিই*
বুমেরাং ব্যাকরণখানা**

 

দাহ্যপদার্থ ও জোনাকী বিষয়ক

শারীরিক দাহ্যপদার্থগুলি বিবিধ অবদমনে
জোনাকী হয়ে উড়াল দিল পরাবাস্তব আঁধারে*
মিটিমিটি প্রেমে* খুঁজছে তোমাকে*
তুমি সেই আদিম বাসনার সম্পূরক*
জোনাকীর আলো* নিরাপদ আগুন*
নিতে পার নাগালে*
দেহের সীমাবদ্ধতায় পাবে দেহাতীত ইশারা**

 

নিয়ন্ত্রণজনিত একটুখানি হাকীক্বত

চল নিয়ন্ত্রিত হই
একে অপরের মহিমায়*
যে কটা দৈহিক দিন
আমার দিকে তোমার*
তোমার দিকে আমার উদ্যত ফণা*
ভালবেসে নিয়ন্ত্রণ করি
একে অপরের ভয়াবহতা*
একদিন আধারের গ্রহণ
হবে অবসান*
লীন হব আবার দোহে অদ্বৈত আধেয়**

 

পুতুল ভাঙার দিনে

মনে পড়ে সরল*
কোন এক খামখেয়ালী ছায়া
ভেঙেছিল আমাদের খেলার পুতুল*
ভেঙেছিল মন*
মনের মসজিদ*
পুতুলের লাগি
মাটিবর্ত্তী শিশু
আমরা সেদিন কতোইনা কেঁদেছি*
অজ্ঞাত সম্পর্কের টানে**

জনৈক ভাবমূর্ত্তির উদ্ধৃতি দিয়ে
কত কথা বুঝাতে চেয়েছিল
জনৈক স্বঘোষিত (প্র)বোধ**
ওসব রুক্ষ্ম মরুর আসমানী যুক্তিকতা
আমরা নিইনি মনে*
ছাড়িনি আজো
মাটি মানুষের অনির্ণীত মমতা**
চল সরল
শিশুমন আমার*
এই পুতুল ভাঙার দিনে
মানুষ মাটি পুতুলের
পূর্ব্বলৌকিক আত্মীয়তা নিয়ে
আরেকবার আমরাও কাঁদি**

 

একখানা লঘু বিলাপ সংকলন

হলুদ পাখি*
খবর দিও বন্ধুয়ারে*
এ জনমে
আর হবে না ফেরা আমার
খেলাঘরের মুক্ত হাওয়ায়**
পুরানো এক আলখেল্লা
করছে জারি হুশিয়ারী**
আমায় শুধু ঘিরে থাকে
(সঙ)বিধানের নজরদারী**
মরণেও শুল্ক লেখে রাজস্ব বোর্ড**
আসতে যেতে চেকপোস্টে
চার্জ্জ করছে গোপনাঙ্গ**
উর্দিগুলো যখন তখন
দেখায় ভীষণ চোখরাঙানি**
নিত্য আমি কাঁটাতারে
আটকা পড়ে লাশ হয়ে যায়
খুন হয়ে যায়**
হলুদ পাখি*
খবর দিও বন্ধুয়ারে*
পথগুলো সব
ছেয়ে গেছে ক্রসচিহ্নে*
চতুর্দ্দিকে
নামছে কেবল নিষেধাজ্ঞা*
মানুষ এখন
বড় বেশি পারমাণবিক*
জীবন এখন খুব নিদারুণ
গারদখানা*
খেলাঘরে
ফেরা আমার আর হল না**

 

জীবনের যমজ পাখি

সঙসারের বিপরীত প্রান্ত হয়ে
চক্কর মারছে আদিম ঈগল*
জন্মের যমজপাখি*
জন্মেছে জন্মের প্রতিক্রিয়ায়*
ডানার অঙ্গুরীয় ছুঁয়ে দিলে*
জাগরুক পিঞ্জর
গলে গলে ঘুমের অতলে হারায়**
গলনাঙ্ক শেষে হয়ত বা জেগে ওঠে
কোন কোন উপাদান
কোন এক পরমপ্রভাতে*
পরম অণুর আবহমান তরঙ্গে**

 

46501086_2199227607032152_4780271482024493056_nদ্বীপ দিদার
জন্ম: ০৭ ডিসেম্বর ১৯৯১, মাতারবাড়ী, মহেশখালী, কক্সবাজার। প্রকাশিত গ্রন্থ: সহপাঠ গুপি গাইন, বাঘা বাইন…

শেয়ার করুন

মন্তব্য

টি মন্তব্য করা হয়েছে

Leave A Reply

শেয়ার