আমিত্বের কুশপুত্তলিকাটা
ফাঁসির রশিতে ঝুলছে জলপাই গাছটায়
পুকুরের ওপারে পলাতক আমি
পথচারী আসছে…
হাসছে… কেউ ভাবছে…
খুশীতে আত্মহারা কিশোরের দল
মালিকানা খুঁজে বেসামাল— দু’জনের
হাতের কঞ্চি সরব হয়ে ওঠে
কুশপুত্তলিকার হাতে-পায়ে সপাং সপাৎ
প্যাণ্টের চেন খুলছে— একজন দু’জন তিনজন
সকলেই শিশ্ন বের করে বৃত্তাকারে
ক্রমশ ছোট করে ভিজিয়ে ভিজিয়ে
আঁকছে আমার পৃথিবীর আকার!
সীমানার বাইরে যাওয়া নেড়ী কুত্তাটা
তাড়া খেয়ে কেঁউকেঁউ করে এসে থামে হঠাৎ
এক ঠ্যাং তুলে যতদূর ভেজানো যায়
ভিজিয়ে দ্যায় সঙটার।
আমাকে ঝুলিয়ে রেখে হাঁটছি আমি
ধীরপদে
সময়ের প্রয়োজনেও নির্বাক অপ্রতিরোধী
অথর্ব, মূক, কাপুরুষ
কোথা গিয়ে দাড়াই
ঘরে আমার বোন কাঁদছে…
মাহমুদ আল হেলাল উজ্জামান
জন্মস্থান— কুড়িগ্রাম। জন্মসাল— ১৯৬৬ খ্রীঃ। শৈশব কেটেছে কুড়িগ্রামে, চাকুরীর সুবাদে যৌবনের দীর্ঘ সময় কেটেছে খাগড়াছড়ি জেলার রামগড়ে। শখ— বই পড়া।