জিহ্বাশূন্য রাষ্ট্র, ঘাসের ইস্তেহার, কাভুকের আয়ু ও অন্যান্য কবিতা || সুজালো যশ

0

জিহ্বাশূন্য রাষ্ট্র

যন্ত্রণায় মোড়ানো ভূগোলে ঘুরতে ঘুরতে
হারিয়ে গেছে জীবন
সভ্য জগতের পাছায়
বিচলিত পর্নোগ্রাফি হেঁটে বেড়ায়
খাঁচাবিহীন পাখীর মত
কেবলি মেহগনি রোপণের বাসনা…
অথচ দেখ অর্দ্ধেক পৃথিবী
ধূলিসাৎ হতে হতে যমের দরজায় পৌঁছে গেছে
প্রলয়ের পথ ধরে
তবুও বস্ত্রহরণের মাঠে জিহ্বাশূন্য রাষ্ট্র
নির্বাক অডিয়েন্স চলছে তোমার আমার স্বভাবে।

 

ঘাসের ইস্তেহার

কঠিন বৃষ্টিতে টাওয়ারের মত দাঁড়িয়ে
আছে দীর্ঘশ্বাস
অনেক দূরের ডালিম মন
আর সূর্য্যাস্তের লালিমা শুনাচ্ছে ঘাসের ইস্তেহার
প্রাচীর বালি কোথায় কণা হয়?
কাঠপোড়া ঠিকানা সব!
মাটিতে ভাষার ফাটল ধরলেই
জীবিত দর্শন খোঁজে ইরানী খণ্ড
যেখানে বেড়ে ওঠে মূলত পাষাণ হাওয়া।

 

কাভুকের আয়ু

কূটনৈতিক বাতাসে
গাছের সমস্ত পাতা ঝরে গেলে
ক্রমে ক্রমে আফ্রিকার মত
কাভুক কাটিয়ে
ফুলের ঘ্রাণ ছড়িয়ে পড়ে
পৃথিবীর প্রান্তে প্রান্তে।
যেখানে কিছু সংখ্যক বর্ণমালা নিজের মুদ্রায় নেচে বেড়ায়
আবার কখনো তুমুল আন্দোলনের ভাষা নিয়ে
ফিরে আসে এই সুপ্রাচীন দেয়ালের হৃদয়ে।

 

বেঈমান মগজ

আজ পৃথিবীর সাথে জুয়া খেলতে খেলতে দেউলিয়ার মোড়ে দাঁড়িয়ে আছে এক ফ্যাকাসে হৃদয়।
তবু আফসোসের ঢেউয়ে সুর নেই
এ যুগে তুচ্ছ গল্পের ভাঁজে হিংস্র বাক্য জন্ম নিলে বেঈমান মগজ হেঁটে যায় নিপুণ ফণায়
অথচ দেখ এসব পরিচয়—
কোথাও লাঙলের ফলা নেই
শুধু চোখ ভর্ত্তি শান্ত ফর্সা বনভূমি আর বনভূমি।

 

বিভ্রম পাখির গান

স্বচ্ছ নিঃশ্বাস ব্যর্থ হয়ে গেছে জটিল জগতে
বিভ্রম পাখির ঘরে ঘুরছে সর্ব্বগ্রাসী সভ্যতা
শ্যাওলামাখা পথে ফ্যাকাসে মুখে হাঁটছে কারা?

.

.

.

FB_IMG_1601560833099সুজালো যশ
থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ (অধ্যয়নরত), জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ। সম্পাদক : অরক ও সহ-সম্পাদক : শব্দমঙ্গল। ইমেইল : sujalo7720@gmail.com

শেয়ার করুন

মন্তব্য

টি মন্তব্য করা হয়েছে

Leave A Reply

শেয়ার