চরণেসু, প্রেমপত্র, আয়ান গীতিকা, প্রার্থনাপুরাণ, বাসনাবাসন ও অন্যান্য কবিতা || আরণ্যক টিটো

0

চরণেসু
………………………………..
এই
শ্রী চরণ, অনেক পবিত্র।
যতই হেঁটেছে
ততই জেনেছে, অজানাকে…
যতই চরেছে
চরাচরে… ততই রচেছে, পথের চরিতনামা…
এই
চরণের কাহিনীই লেখা আছে জীবন বহীতে…
(আচরণে…
কুলের আচারে…) চরণ লেগেছে
তাতে
কী এমন হল?…
পদ ও পদবী মুখরিত বসবাসে
পাদপদ্মে…
এই পা— কদম মুবারক, পবিত্রম্!
যতই হেঁটেছে
ততই ফুটেছে পদচ্ছাপ… জীবন রঞ্জিত পদাবলী…
তা ধিন্ ধিন্ তা
নৃত্যপর
আলতা নূপুর রাঙা পদাঘাতে শিহরিত মাটির হৃদয়!
দেখে দেখে
বাজে
ভোরের রাগিণী—
চরণ
ধরিতে দিও গো আমারে…
নিও না সরায়ে…

প্রেমপত্র
……………………………………………………
সত্তার পরম আবির্ভাব
এই
রঙিলা জগৎ…
ভক্তের নৈকট্য লাভে লেখা ঈশ্বরের প্রেমপত্র!
বলেছেন
কবি— শ্রী শ্রী রামকৃষ্ণ।

স্থিতির আবর্ত্তে… গতির সার্ব্বিক বরে
আমি তোমাকে কী লিখি প্রিয়? —
এই
জগৎ রঞ্জিত… মর্ম্মরিত… অন্য কোন প্রেম, পত্র?

বল
কী তার করণ?
কী তার বরণ মালা? … রূপ রস বর্ণ গন্ধ স্বাদে
চাইছে প্রকাশ—
জীবন আনন্দে
কক্ষ থেকে
কক্ষে… আরো দূর কক্ষান্তরে…

আয়ান গীতিকা
…………………………………………………………
আয়ের আধার না হল যাহার
নাম তাহার আয়ান!
জানে ঘোষাল বাড়ীর বধু— রাধঃর আধার > রাধা…
আয়ের আধার না হওয়া (যমুনার) ধারায়
প্রবাহে
(আয়! আয়!! ডাকে…)
বাজায় বাঁশরী
ননীর কারবারী ননাই— শ্যামরায়!
জটিলার জটাজাল, কুটিলার কূটচাল… নীতিময় সংসারে
আয়ের আধার না হওয়া (কদম ফুলের) রাষ্ট্রে
চালার ফুটোয় সিঁদ কেটে
রাধঃর আধারে আলো দেয়
আকাশে উজল ভরা কালাচাঁদ— কৃষ্ণধন!
ভাটার উজানে
ছল্ চল্
জলদ গম্ভীর তানে বাজে বাঁশী… আয়! আয়!!

বিমুখ প্রান্তরে
কৃষ্ণমেঘে (নবোঢ়া বর্ষার) ময়ুর পেখমে নাচে রাধিকার মন
দেখে
ফুলেল উৎপাদনে ফোটে থরথর কদমের ডাল… গুঞ্জরে ভ্রমর…

প্রার্থনাপুরাণ
……………………………………………
প্রভু,
আমাকে রাখাল কর…
কর
পয়গাম্-বাহী বর!
(বাঘ… বাঘ… বাঘ…
মিথ্যে ভীতিময়
কথিত গল্পের দেশে
সত্যিকার বাঘে খেয়েছে রাখাল।)
দেখ
সবুজ মাঠের খোঁজে
সংস্কৃতির ভাঙাসেতু পার হয় গরু…
পার হয় ছাগলের পাল…
হব
কালস্য রাখাল আমি—
নবতর
মাঠের বিন্যাসে
পড়াব
ঘাসের সবুজ কাহিনী…
সম অজ এ সমাজ কাঠামোয়…
(রাখা…
লালন লয়নে…)
পড়াতেন যে ভাবে
শ্রীমান কৃষ্ণ,
কিংবা
হযরত মোহাম্মদ (সাঃ)…

প্রভু
আমাকে রাখাল কর…
(আগামীর
সবুজ প্রকল্পনায়…)
একবার
দেখ ভেবে… এই প্রার্থনাপুরাণ!

বাসনাবাসন
…………………………………..
বাসনা বাসন ভেঙ্গে যায় সম্পর্কবাজারে…

তবু
অভিযোজনায়
বাস ও বাসন
খোঁজে মন, বাসনায়…

বিলাস ব্যসনে
তুমি কী বাসন বানাও হে কালের কুমোর?…
রঙিলা
হাতের কারুকাজে
নিভৃতে ফোটাও শিল্পের আখ্যান!

জীবন, যাতনাময়!

পাতার
মর্ম্মরে বাজে (আনন্দবেদনাময়) শব্দের কুহক…

সম্পাদনা
…………………………………….
নন্দনমুখর জানালায়/ অ-বাক্ দৃষ্টির কারুকাজে/
দৃশ্যের আড়াল থেকে
নিভৃতে/
করছি সম্পাদনা/ আপনা-কে/…
…চোখের/
ধনুকের ছিলায় খেলা করে/ নন্দন তাত্ত্বিক রাজনীতি//…
জানে/ এইটুকু/
লক্ষ্য/ অভিমুখী তীর//…
জানে আরো/
(….) সখাতম কৃষ্ণ/–
কী ভাবে/
সম্পাদিত হচ্ছে/ কুরুক্ষেত্রের পটভূমিকা//…

নন্দনমুখর জানালায়/ অ-বাক্ দৃষ্টির কারুকাজে/
দৃশ্যের আড়াল থেকে
নিভৃতে/
করছি সম্পাদনা/ আপনা-কে/…
এবং দেখছি/
কাজল বর্ষার/ ঝিরিঝিরি ধারাজলে ভেজা/
পৃথিবীর মান/ চিত্রে/
জীবন/ একটি নিবিড় সম্পাদনা/ প্রকৃতিপুরুষে//…

রহস্যবাগান
…………………………………..
চিঠি
খুলিনি আজও…
ফুটে আছে রহস্যেবাগানে…

রহস্য
হারিয়ে গেলে
সন্ধানী এ মন কাচের চুড়ির মত
টুং… টাং…
ভেঙ্গে যায়…

মন,
চল কুয়াশাভিরামপুরে! …

10639619_1050326421685388_1336824167648158240_n 1আরণ্যক টিটো
জন্ম : জুন, ০৬, ১৯৭৭।
জন্মস্থান : উত্তর গোবীন্দর খীল, হাঁদু চৌধুরী বাড়ী, পটিয়া, চট্টগ্রাম।
(শৈশব কৈশোর ও তারুণ্যের সময়যাপন)
বেড়ে ওঠা (পূর্ব্ব বালিয়াদী, মীরশ্বরাই, চট্টগ্রাম) নানার বাড়ীতে…।
প্রকাশিত কবিতার বই : ফুলেরা পোষাক পরে না (সাল: ২০১৮, প্রকাশক : মনফকিরা, কলিকেতা)।
সম্পাদক : চারবাক।

শেয়ার করুন

মন্তব্য

টি মন্তব্য করা হয়েছে

Leave A Reply

শেয়ার