চারবাকের যাত্রা শুরু হলো..

0

প্রকাশনার এক দশক পেরিয়ে অবশেষে ‘চারবাক’ অনলাইন সাহিত্য পত্রিকা হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল। গত ১৮ সেপ্টেম্বর এ উপলক্ষ্যে চিটাগং আর্ট কমপ্লেক্স অডিটোরিয়ামে আয়োজন করা হয় অনলাইন যাত্রা শুরুর অনুষ্ঠান।

‘চারবাক’ অনলাইন পত্রিকার সম্পাদক কবি আরণ্যক টিটোর সঞ্চালনায় ওই অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করেন কবি ও প্রাবন্ধিক সাজিদুল হক, জিল্লুর রহমান, রিজোয়ান মাহমুদ, তরুণ কবি শেখর দেব ও বিদ্যুৎ কুমার দাশ। বক্তারা তাদের বক্তৃতায় ‘চারবাক’র উত্তরোত্তর সফলতা কামনা করেন। এ সময় চারবাক অনলাইন যাওয়ার কারণ বিষয়ে জানান কবি শফিউল আজম মাহফুজ।

পরে প্রজেক্টরের মাধ্যমে সাহিত্য পত্রিকাটির বিভিন্ন অংশ প্রদর্শন করেন কবি-আরণ্যক টিটো। অনুষ্ঠানটি শেষ-মেশ সাহিত্য আড্ডায় রূপ নেয়।

প্রসঙ্গত,‘চারবাক’ অনলাইন সাহিত্য পত্রিকার সম্পাদকবৃন্দ হলেন, রিসি দলাই, আরণ্যক টিটো, মজিব মহমমদ ও নাহিদ আহসান।

চারবাকের অনলাইন কার্যক্রম উদ্বোধনের ছবি (উপস্থিতির একাংশ)

::  উপস্থিতির একাংশ ::

:: চারবাক সম্পাদক আরণ্যক টিটোর পাশে দাঁড়িয়ে আলোচনা করছেন কবি জিললুর রহমান ::

:: চারবাক সম্পাদক আরণ্যক টিটোর পাশে দাঁড়িয়ে আলোচনা করছেন কবি জিললুর রহমান ::

:: আলোচনা করছেন কবি সাজিদুল হক ::

:: আলোচনা করছেন কবি সাজিদুল হক ::

:: প্রোজেক্টর মেশিনে চারবাক দেখানো হচ্ছে ::

:: প্রোজেক্টর মেশিনে চারবাক দেখানো হচ্ছে ::

:: আলোচনা করছেন কবি রিজোয়ান মাহমুদ ::

:: আলোচনা করছেন কবি রিজোয়ান মাহমুদ ::

 

 

শেয়ার করুন

মন্তব্য

টি মন্তব্য করা হয়েছে

Leave A Reply

শেয়ার