ফতোয়া
………………………………
ভাস্কর্য্য
ধর্ম্মসম্মত না হয় যদি… তবে
ধর্ম্ম
শিল্পসম্মত নয়…
কিন্তু জীবন শিল্পময়!
— বলল,
(বিমূর্ত্তের গর্ভে
মূর্ত্তমান!)
কাল-সময়-কামনাপ্রিয় টবজ অর্কিড,
প্রস্ফুটিত
গোলাপ, কামিনী…
ভাষা
….……………….……………….……………
ভাষ্ + আ = ভাষা!
অর্থাৎ
ভাষের আবাস হল ভাষা।
সোনালী আলোয় রাঙা
ভোরের উদ্ভাসে
ভাষ্
ক্রিয়ার কাজলে
কত কথা যাও বলে চোখের ভাষায়—
যাহাতে
তোমাকে পাই প্রচ্ছন্ন আভাসে— ভাষাভাষাপ্রেমে!
সৃজনবাগানে
মূর্ত্তমান (লতা পাতা ফুল পাখী…) বিবিধ অক্ষরে
নিজেকে প্রকাশে
বল
এ কোন্ আভায় রাঙালে ভাষায়
আমারই সকাতরে!
পাঠে… সর্ব্বত প্রভুর নামে…
তবে
শুরু হোক, পাঠ! …
খাপ
….……………….……………….……………
করণ স্থিতির
আলয়ে… পালনে…
খাপ না-খাওয়া
মানুষ!
খাপের মাজারে
করছি, পাপ-সাধনা…
খাপ না-খাওয়া
পাপে
(পায়ীর পালনে)
খুলে দেই
খাঁচার জানালা…
— জাগছে ডানায় উড্ডীন আকাশ… অখণ্ড খাঁচায়…
খাপ না-খাওয়া
মন
মজে না গো খাপে… পাপে…
উড়ছে… উড়ছে…
পূর্ণে…
পূণ্যতায়…
মান (নবরূপে)
উত্তীর্ণন
দিশার আলোয়…
চোখে
ঝলসায়
খাপ
খোলা তরবারী! …
আরণ্যক টিটো
জন্ম : জুন, ০৬, ১৯৭৭।
জন্মস্থান : উত্তর গোবীন্দর খীল, হাঁদু চৌধুরী বাড়ী, পটিয়া, চট্টগ্রাম।
(শৈশব কৈশোর ও তারুণ্যের সময়যাপন)
বেড়ে ওঠা (পূর্ব্ব বালিয়াদী, মীরশ্বরাই, চট্টগ্রাম) নানার বাড়ীতে…।
প্রকাশিত কবিতার বই : ফুলেরা পোষাক পরে না (সাল: ২০১৮, প্রকাশক : মনফকিরা, কলিকেতা)।
সম্পাদক : চারবাক।