চরৈবেতি
পুড়ে যাওয়া বাড়ী, চারদিক ছাইপাঁশ
বৈদ্যুতিন বাতী ঢাকে অন্ধকার
বিষ হাওয়া যেন চেপে বসা ফাঁস
সূর্য্য ঢাকে স্নায়ুর আঁধার।
উড়ে এসেছিল যে বীজ, গাদার নীচে
অঙ্কুরিত হয় বৃষ্টি নামার পর
শীত-গ্রীষ্ম একাকার, যেমন দু’পার মেলে ব্রীজে
বয়ে চলে পোড়োজমীর ভর।
হলুদ হওয়ার সময় অনেক বাকী
হেমন্ত এলে তখন সে যাবে দেখা
শীতকে আমি গরম বলেই আঁকি
শীতের রুটি গরম আঁচেই সেঁকা।
নীলকণ্ঠ পাতা যদি অমরত্ব ঢালে
পোড়ো জমী সবুজ হবে সব হেমন্ত কালে।
(২৫ অগ্রহায়ণ, ১৪২৫/ বারোই ডিসেম্বর, দু’হাজার আঠারো)
.
.
অশ্বক্রান্ত পত্রী
অশ্বক্রান্ত পত্রী উড়ে যেতে চান অসীমে।
কিন্তু পত্র হারিয়েছেন দু’হাজার আঠারোর শীতকালে। অতএব, বর্ত্তমানে পত্রেষণায় নিয়োযিত…
শেয়ার করুন