সহীহ জিকির || রিজবাহ রিজবীর কবিতা

0

সহীহ জিকির

শির্ষি, সহীহ জিকির হচ্ছে হৃদয়ে— “শির্ষি, শির্ষি, শির্ষি ……..”

অবসন্ন দুপুরে কাক ডাকার মত
কিংবা আচমকা বাচ্চারা কেঁদে উঠলে যেভাবে নৈঃশব্দের পাড় ভাঙ্গে,
ঠিক অইভাবে আমার ভেতরের নৈঃশব্দের পাড় ভাঙ্গছে নিরন্তর— তোমার নামের জিকিরে!

“শির্ষি, শির্ষি, শির্ষি ……”

পাখীর পায়ের মত ক্ষীণ দুপুরে
রোদের সমস্ত শরীরজুড়ে
দেখ, ছায়ার মত খেলছে মেঘ আকাশের পরতে পরতে,
মনে হচ্ছে মেঘের সায়রে ধীরে ধীরে নাযিল হচ্ছে জায়নমায—
আমার বুকের জায়নমায— যেখানে চলছে স্কুলের ঘন্টাধ্বনির মত তোমার নামের জিকির—
“শির্ষি, শির্ষি, শির্ষি ………”

ঈশ্বরের মূক চোখে দেখতে পাই—
তুমিই বসে আছ উদোম শরীরে … তোমার শরীরের জায়নমাযে নামাজ হচ্ছে আমার শরীরের!

যেখানে তোমার চুম্বন গাঢ়তর হচ্ছে
যেখানে তোমার স্পর্শ প্রবল হচ্ছে
যেখানে ধারালো চোখের চাহনী তীব্রতর হচ্ছে
শির্ষি, আমি মরে যাচ্ছি, আমি যাচ্ছি, শির্ষি ….

প্রেম আমাকে সয় না। চুম্বন আমাকে সয় না।

আমার এ বুক জানে—
বিরহ আর দূরত্ব সইতে সইতে আমার হৃদয়
এখন শিপ্রার নত জল …..!!!

 

 

 

 

 

 

 

রিজবাহ রিজবী
জন্ম—
কুতুবদিয়া, কক্সবাজার।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হিসাববিজ্ঞান বিভাগে অধ্যয়নরত। বর্ত্তমানে চট্টগ্রাম শহরে বসবাসরত …
Co- Founder
দিয়াশলাই অনলাইন বুকশপ।
মেইল: rijbahrizbi@gmail.com

শেয়ার করুন

মন্তব্য

টি মন্তব্য করা হয়েছে

Leave A Reply

শেয়ার