উদ্ভিদপ্রতিভা, বিশদ পিপাসা ও পছন্দপুরাণ ।। আরণ্যক টিটোর কবিতা

0


বিশদ পিপাসা
………………………………………………………………
অসামান্য জল, কেমন আছে(ন)?
আমি
সামান্য শিশির, বলছি—
অসামান্য জলের ধারায় মিশে যায় সামান্য শিশির!
সামান্য শিশিরে রূপ পায়
অসামান্য জলের ধারা!
আমি ও আপনি
রূপভেদে
সামান্য শিশির ও অসামান্য জল! …
অসামান্য জল ও সামান্য শিশির! …
শিশিরকণায়
উঁকিপরায়ন পিপাসার জল
তবুও (বি)ভ্রমে
জীবনেষু
করছে ভ্রমণ … নিখিল সন্ধানে …
চাহে না বুঝিতে
কাজলা দীঘির মনে গহন পিপাসা মিটে যদি
তবে
বিশদ সমুদ্র নেই প্রয়োজন!

 

 

আলোকচিত্র: মেহেরাজ হাসান শিশির

উদ্ভিদপ্রতিভা
……………………………………………………
সবুজ বিতানে
মাটীর শরীর ফুঁড়ে উদ্ভিদপ্রতিভা!
আলো বাতাসে রাঙায় দেহ। …
যদিও আকাশমুখী, জীবন মাটির কাছে ঋণী !
অব্যক্তের ধ্বনি মুখরিত
সৃজনের সমান বয়সী না বলা কথার মাধুরিমা
ঝরা পাতার মর্ম্মরে জাগে
প্রকৃতিবিতানে …
ভীষণ বন্যতাপ্রিয় আমি
আমাকে বাঁচাতে পারে শ্যামল আদর …
পরে
সবুজপোষাক, ফিরি… ললিত(লা)বন্যে …
মৃত্তিকার
আদিম খনিজে
নিভৃতে ধারণ করি উদ্ভিদ প্রতিভা …

 

ছবি: ইণ্টারনেট থেকে …

পছন্দপুরাণ
……………………………..……………………………..

পায়ীর
(পালন কিংবা পানের) ছন্দ থাকে যাহাতে
তাহাকে ‘পছন্দ’ বলে।
ব্যা(বহার্য্য)করণে ‘প’ যোগ ‘ছন্দ’ (স)মান পছন্দ।
এখানে
‘প’ (স)মান পায়ী।
‘পছন্দ’ শব্দটী
তৈরী হওয়ার আগে
‘ছন্দ’ শব্দটী তৈরী ছিল, এবং ‘পায়ী’ শব্দটীও …
পায়ীর (ব্যঞ্জন-বাহী-বর্ণ) প-এর সাথে
‘ছন্দ’
শব্দটী যুক্ত হয়ে সৃজন হয়েছে ‘পছন্দ’ শব্দটী।
“পছন্দ” শব্দের দৃশ্যকল্পে, রূপরেখায়
চলুন
এ পৃথিবীর আবহাওয়াকে ভালবেসে আপন ভুবন বিনির্ম্মাণ করি …
আমরাই পায়ী। আমাদের ছন্দ থাকবে যে ভুবনে।
বনফুলে
ছন্দে ছন্দে দোলা আনন্দন্
আপনাকে,
জানাই
নিখিলছন্দের হৃদয় হতে ফুলেল শুভেচ্ছা, …

 

 

 


আরণ্যক টিটো
জন্ম— জুন, ০৬, ১৯৭৭।
জন্মস্থান— উত্তর গোবীন্দর খীল, হাঁদু চৌধুরী বাড়ী, পটিয়া, চট্টগ্রাম।
(শৈশব কৈশোর ও তারুণ্যের সময়যাপন) বেড়ে ওঠা (পূর্ব্ব বালিয়াদী, মীরশ্বরাই, চট্টগ্রাম) নানার বাড়ীতে।
প্রকাশিত কবিতার বই—
ফুলেরা পোষাক পরে না (সাল: ২০১৮, প্রকাশক : মনফকিরা, কলিকেতা)।
প্রকাশিতব্য বই—
অর্দ্ধনারীশ্বরবাদ : প্রকৃতিপুরুষতত্ত্ব (নন্দনতত্ত্ব), বটতলার বয়ান (ভাষাতাত্ত্বিক গদ্য) ও উদ্ভিদপ্রতিভা (কবিতা)।
সম্পাদক— চারবাক।

 

প্রচ্ছদ ও অলঙ্করণ : মেহেরাজ হাসান শিশির

{ উদ্ভিদপ্রতিভা, বিশদ পিপাসা ও পছন্দপুরাণ  || আরণ্যক টিটোর কবিতা [বঙ্গীয় শব্দকোষ (শ্রী হরিচরণ বন্দ্যোপাধ্যায়), বঙ্গীয় শব্দার্থকোষ ও ক্রিয়াভিত্তিক-বর্ণভিত্তিক ভাষাদর্শন (কলিম খান-রবি চক্রবর্ত্তী) অনুসৃত] চারবাক-এর বানান রীতিতে প্রকাশিত হল।
— সম্পাদকীয়}

শেয়ার করুন

মন্তব্য

টি মন্তব্য করা হয়েছে

Leave A Reply

শেয়ার