পৃথিবী তার সন্তানদের কোথায় নেয়
ধরণী মা হলে আকাশ তো তবে পিতাই
আর আমরা পৃথিবীর সন্তান
না হলে— আমরা তাহলে কারা, আমরা তবে কোথায়?
যদি হয়— আমরা কি পৃথিবীর পেটের ভেতর অবস্থান করছি?
আকাশ ও ধরণীর মাঝখানে, মায়ের পেটে থাকার মত!
আমরা কি ভূমিষ্ঠ হওয়ার অপেক্ষায় আছি?
ভূমিষ্ঠ হয়ে আমরা কোথায় যাব তবে?
যারা মারা যায়, তারা কী আসলে ভূমিষ্ঠ হয় পৃথিবীর
বাইরে কোথাও! পৃথিবী তার সন্তানদের কোথায় নেয়?
ছায়ার শোক
হলকার পিছে পিছে সরে যাওয়া ছায়াকে
ধরতে যাই, পারি না—
ছায়া ক্রমশঃ মিলিয়ে যায় ঐন্দ্রজালিক রোদে
খেয়ালে কত কত রঙ ফুটে আছে;
শব্দের অসুখে
জ্ঞাত ভাষায় তা বলতে পারি না
ব্যাহত মনে অসুখের পরিনাম জেনে
শঙ্কার ডাকে অনিতো ফিরে আসি
ফিরে এসে দেখি, অপনীত পড়ে আছে
আমার ঘরদোর
কত কত সারি, কত কত লোক
দূর থেকে দেখে দেখে
সেই বেচাইন ছায়ার মুছে ফেলি শোক
মঈন ফারুক
জন্ম : ১৭ আগস্ট, ১৯৮৩।
গ্রন্থাবলী :
সাদা ফুলদানি (প্রথম কবিতার বই), প্রকাশ: ২০০৭।
বৈরী হাওয়া, প্রকাশ: ২০০৮।
অশ্রু গোলাপজলের মতোই সুঘ্রাণ, প্রকাশ: ২০১৭।
এ শহরের মানুষ হাঁটে না রাস্তা হাঁটে। প্রকাশ: ২০১৮।
কে যেন আছে, প্রকাশ: ২০২১।নিবাস : চট্টগ্রাম। সম্পাদনা : অঙ্গীকার (শিশুতোষ ম্যাগ), চন্দ্রবিন্দু (ছোটকাগজ)।
প্রচ্ছদ ও অলঙ্করণ : মেহেরাজ হাসান শিশির
{ছায়ার শোক ও পৃথিবী তার সন্তানদের কোথায় নেয় || মঈন ফারুকের কবিতা [বঙ্গীয় শব্দকোষ (শ্রী হরিচরণ বন্দ্যোপাধ্যায়), বঙ্গীয় শব্দার্থকোষ ও ক্রিয়াভিত্তিক-বর্ণভিত্তিক ভাষাদর্শন (কলিম খান-রবি চক্রবর্ত্তী) অনুসৃত] চারবাক-এর বানান রীতিতে প্রকাশিত হল।
— সম্পাদকীয়}