র ফিলিংস
…
ঘোরের বৃত্ত ছাড়িয়ে যতদূর যাই, তত কাছে আসে যেন জলপাই বন।
বনে বনে চুকা চুকা হাওয়া, ঘন ঘন করে আসা যাওয়া।
যেন জিকিরের হল্লায়, ধ্যানের ওপর পড়েছে, কামনার আছর৷
আছরে পুরোপুরি পেয়ে গেলে ইশারার ধ্বনি,
জমে ওঠে আসর।
পাখীদের ঠোঁটে ঠোঁটে বেজে ওঠে উল্লাসের বিউগল।
ক্লোস শটে, দুটী পাখী একই ডালে আয়োজন ছাড়া চুমু খায়।
দৃশ্যায়নে লং প্লে
ঠোঁটের ওপর ঠোঁটের পরশ …
ঘোরের বৃত্তের ভেতর যতকাছে আসি,
তত দূরে যায় জলপাই বন।
বৃষ্টি তাগড়া দিয়ে আসে।
ঘর চেনার আগেই, ভেজা ভেজা কাঁপুনিতে
ঘোর কেটে যায়। কালাজ্বর নিয়মমত হাজিরা জানাতে আসে।
মুহিন তপু
জন্ম, বেড়ে ওঠা পাহাড়ে। খাগড়াছড়ি জেলার রামগড়ে। স্বভাবে বোহেমিয়ান। অস্থায়ী হিসেবে বর্ত্তমানে চট্টগ্রাম থাকেন।
প্রচ্ছদ ও অলঙ্করণ : মেহেরাজ হাসান শিশির
{র ফিলিংস || মুহিন তপুর কবিতা [বঙ্গীয় শব্দকোষ (শ্রী হরিচরণ বন্দ্যোপাধ্যায়), বঙ্গীয় শব্দার্থকোষ ও ক্রিয়াভিত্তিক-বর্ণভিত্তিক ভাষাদর্শন (কলিম খান-রবি চক্রবর্ত্তী) অনুসৃত] চারবাক-এর বানান রীতিতে প্রকাশিত হল।
— সম্পাদকীয়}