নির্জন দুপুরে বৃষ্টিতে ও তোমার মুখের দিকে || হিম ঋতব্রত-এর কবিতা

0


তোমার মুখের দিকে

‘তোমার মুখের দিকে তাকিয়েই
কাটিয়ে দিতে পারি পৃথিবীর মৃত্যু অবধি’

এ শপথ নিয়ে শুরু হল …

সিংহের শিকার পদ্ধতি ও হরিণের ঘাসজীবন
ট্রেনের হুইসেল আর রেলক্রসিং রেলিঙের নামা-ওঠা
সূর্য্য মেঘ—মেঘ সূর্য্য লুকোচুরি খেলা

অতঃপর একদিন
নীড়ে ফুরিয়ে এল খড়কুটা
থামল ডানা ঝাপটানোর শব্দ পুড়ল সমস্ত পালক…

 

 

 


নির্জন দুপুরে বৃষ্টিতে

এসো— এই নির্জন দুপুরে বৃষ্টিতে ভিজি
ভেজা ঘাসের ওপর ছোঁয়াছুঁয়ি খেলি
টুপ্ টাপ্ ফোঁটাফোঁটা
বৃষ্টি গায়ে মাখি, শরীর ভিজে যাক।

ঠোঁট ঢাক, সুস্বাদু শরীর এলিয়ে দাও!
বুকে বিদ্ধ কর নরম ছত্রিশ
মুখে ঠেসে দাও খরস্রোতা নদী ও নাভিকূপ …

সমসত্ত্ব মিশ্রণের মত মিশে— নির্জন দুপুরে বৃষ্টিতে …

 

 

 

হিম ঋতব্রত
জন্ম ৬-ই মার্চ্চ ১৯৯৮ সালে। বেড়ে ওঠা রাজশাহীতে।
আত্মভোলা হয়ে শিল্পচর্চ্চার পাশাপাশি লিটলম্যাগ কর্ম্মী হিসেবে যুক্ত ‘অ-কার’ ও ‘উত্তরা এক্সপ্রেস’ এর সাথে।

অলঙ্করণ : হিম ঋতব্রত
প্রচ্ছদ : মেহেরাজ হাসান শিশির

{নির্জন দুপুরে বৃষ্টিতে ও তোমার মুখের দিকে || হিম ঋতব্রত এর কবিতা [বঙ্গীয় শব্দকোষ (শ্রী হরিচরণ বন্দ্যোপাধ্যায়), বঙ্গীয় শব্দার্থকোষ, ক্রিয়াভিত্তিক-বর্ণভিত্তিক শব্দার্থ বিধি (কলিম খান-রবি চক্রবর্ত্তী) ও প্রকৃতিপুরুষভাষাদর্শন অনুসৃত] চারবাক-এর বানান রীতিতে প্রকাশিত হল।
— সম্পাদকীয়}

শেয়ার করুন

মন্তব্য

টি মন্তব্য করা হয়েছে

Leave A Reply

শেয়ার