দশ টাকা ও দৃষ্টিপাত || হাবিব আহসানের কবিতা

0

অলঙ্করণ : হিম ঋতব্রত

 

দশ টাকা

মালিবাগে মালী নাই, ভাবলাম ঘরে ফিরে যাই—
চালককে বললাম
— বৌদ্ধ মন্দিরে যাবেন?
— যাব
— ভাড়া কত?
— দিয়েন চল্লিশ
— কম চাইলেন! চিনেন তো?
— চিনি, সবার কাছে কি সমান চাওয়া যায়!

ওইখানে মহামতি বুদ্ধের নিবাস
চাতকের ভিড় খুঁজে ফিরে দর্শনের দুর্লভ নির্য্যাস
এখানে রিকশা টানছেন
অল্প চাওয়ার যুক্তিতে নির্ভার সক্রেটিস!

যথা গন্তব্যেই নামি, দশ টাকা বেশী দিই
বেশী না, ওটাই ন‍্যায‍্য ভাড়া
দার্শনিক চালকের মুখে মৃদু সুখ
দশটী টাকার কী আজব কেরামতি!

দশ টাকাতেই লুকিয়ে ছিলাম আমি, আমার কবিতা
বঙ্গবন্ধুর ছবির ঠিক পিছনেই
বোধিবৃক্ষের ছায়ায়, বুদ্ধের দর্শনে!

 

 

অলঙ্করণ : হিম ঋতব্রত

দৃষ্টিপাত

তোমাকে দেখতে পাচ্ছি
প্রাচীন প্রান্তরে, পূজা-পার্ব্বণে, পুরাণে—

ইতিহাসের উঠানে
ঘোমটা মাথায় ঠাঁই দাঁড়ানো চৌকাঠে
অপেক্ষার যন্ত্রণার রিক্ত চাহনীতে
আনত ভঙ্গীতে রেহেলে, জায়নমাযে—

তোমাকে দেখতে পাচ্ছি
পিছমোড়া বাঁধা যুবকের দাঁত-কামড়ানো ঠোঁটে
ধুলিমাখা বুড়িমার আরশ কাঁপানো ককানো কান্নায়
প্রদোষে প্রত‍্যুষে তন্দ্রা ভাঙা বুক ধড়ফড়
রুদ্ধ স্বকালের অনিবার্য্য সংঘাতে—

ওমলেট চিবোতে চিবোতে
লিখছি তোমাকে আজ, ডিজিটাল পেনে
লিখে যাব, যতদিন না ফুরায়
মায়ের মুখের ভাষা, হৃৎমরমের সুপ্ত কালি।

 

 

 

 

হাবিব আহসান
জন্ম : ২৯ নভেম্বর, ১৯৬৪।
জন্মস্থান : যশোর।
বেড়ে ওঠা : চট্টগ্রাম।
পড়াশোনা : বাকলিয়া স. উ. বিদ‍্যালয়, চট্টগ্রাম;
হাজী মু. মহসিন কলেজ, চট্টগ্রাম;
চট্টগ্রাম কারিগরী মহাবিদ্যালয়।
প্রকাশনা : যুঁই পুড়ে নির্জল বারুদে (কবিতা পত্র— ১৯৮৬),
আজন্ম আরতি (কাব‍্যগ্রন্থ— ১৯৯৫)।
সম্পাদনা : লিটল ম্যাগাজিন ‘সুদর্শনচক্র’ (প্রথম সংখ‍্যা— ১৯৯৬)।
পেশা : ব‍্যাবসা।
বর্ত্তমান অবস্থান : ঢাকা।

প্রচ্ছদ : মেহেরাজ হাসান শিশির

{দশ টাকা ও দৃষ্টিপাত || হাবিব আহসানের কবিতা [বঙ্গীয় শব্দকোষ (শ্রী হরিচরণ বন্দ্যোপাধ্যায়), বঙ্গীয় শব্দার্থকোষ, ক্রিয়াভিত্তিক-বর্ণভিত্তিক শব্দার্থ বিধি (কলিম খান-রবি চক্রবর্ত্তী) ও প্রকৃতিপুরুষভাষাদর্শন অনুসৃত] চারবাক-এর বানান রীতিতে প্রকাশিত হল।
— সম্পাদকীয়}

শেয়ার করুন

মন্তব্য

টি মন্তব্য করা হয়েছে

Leave A Reply

শেয়ার