এক নিশীথের মিথ্যা ও বনাম কিম্বা বিলাপ || হাবিব আহসানের কবিতা

0


এক নিশীথের মিথ‍্যা

কিছু কিছু মিথ‍্যা আছে সত‍্যকে বাঁচায়
কথায় বলে না— চাচা আপন পরাণ বাঁচা
সবাইতো জানি— জান্ বাঁচানো ফরজ!

আজ যদি সত‍্য বলি এক নিরীহ প্রাণের দফারফা হবে
ঘরণীর ধ‍্যাঁতানির চোটে অবশিষ্ট মাথায় যে’কটা চুল
মায়াদয়া পিছুটান ছাড়া তাও ঝরে যাবে সহসাই—

কড়া নাড়বার আগে ঠিক করা আছে
বাঁচাতে আপন প্রাণ অগত‍্যা বলব মিথ‍্যা আজ রাতে
— জলপান করি নাই!

পচাচালে পাহাড়ী মউলি
উনুনের আঁচে বাষ্পীভূত, ঘনীভূত, দ্রবীভূত হয়ে
চোঙ্গা বাঁশ বেয়ে যেই জল টুপটাপ পড়ে মাটীর পাতিলে
আর যাতে মিশে আছে
অচিন উস্তাদনীর হাতের পরশ, গুপ্তবিদ‍্যা!

 

 

বনাম কিম্বা বিলাপ
………………………………………………………..

সপক্ষ, সুনাম, সুখ‍্যাতি
— বনাম, বদনাম, কুখ‍্যাতি

সুখী, শান্ত, পরিপূর্ণ
— অসুখী, অশান্ত, অপূর্ণ

সামাজিক, সাংসারিক,পারিবারিক
— অসামাজিক, চোরচোট্টা, আউলাঝাউলা

আধুনিক …
— অনাধুনিক, অ-রোমান্টিক, অ-ক্লাসিক

বিশ্বাসী, ধার্মিক, নৈতিক
— সংশয়ী,বদমাশ,নীতিবিরুদ্ধ

শিক্ষিত, সুদর্শন, গোছালো
— মূর্খ, বিদঘুটে, অবিন‍্যস্ত

শিকড় সন্ধানী, ঐতিহ্যবাহী
— নির্জল, উন্মূল, নড়বড়ে

অর্জ্জন, সঞ্চয়, প্রতিষ্ঠা
— বিসর্জন, না-যোগী না-ভোগী, ভূক্তভোগী

পরিমিত, স্বল্পাহারী, স্বচ্ছ জলপায়ী
— অপচয়ী, ভরপেট, মাতাল

গৃহকর্ত্তা, গৃহকর্ত্রী, দায়িত্বশীল
— উদাসীন, ভবঘুরে, ফালতু

কেতাদুরস্ত, সুবেশী
— মুখোশপরা, খোলা, ন‍্যাংটা

বুদ্ধিমান, মস্তিষ্কের কারুকাজ
— নির্ব্বোধ, পেট-চেটের ধান্দাবাজ

চলমান, ভ্রমিষ্ণু
— ঘষা পয়সা, স্থানু

সুস্থ, সমর্থ
— সিজোফ্রেনিক, পাগল

শতফুল ফুটুক চৌপাশে
মধুমাছী জুটুক মৌপাশে
মাছী আর মানুষের শ্রম বিকোয় বাজারে
কিনছে সক্ষম শত বা হাজারে
হাস‍্য-লাস‍্য-দাস‍্য মধ‍্যবিত্ত
খেয়েপরে সদা উৎফুল্ল চিত্ত
ভাবাভাবি যতই অনন‍্য
তুমি আমি পণ‍্য, অতীব নগণ্য!

ভদ্রমহোদয়, হেডিং দেখুন, ক্ষমা করুন।

না লিখে নিরব পদ‍্য
লেখার বাসনা দগদগে গদ‍্য
সমস্বরে তোল আওয়াজ
বন্ধ হোক স্বপ্নাতুর বাখোয়াজ।

জীবন রে তোর পায়ে পড়ি, যেমন আছি তেমনই ভাল৤ আপোষে ঢলাঢলি, অনবরত লিখে চলি,
অসমাপ্ত পুরোনো পদ‍্য৤ কাজ করি খাই, ছেড়ে দে মা কেঁদে বাঁচি।

 

 

 


হাবিব আহসান
জন্ম : ২৯ নভেম্বর, ১৯৬৪।
জন্মস্থান : যশোর।
বেড়ে ওঠা : চট্টগ্রাম।
পড়াশোনা : বাকলিয়া স. উ. বিদ‍্যালয়, চট্টগ্রাম;
হাজী মু. মহসিন কলেজ, চট্টগ্রাম;
চট্টগ্রাম কারিগরী মহাবিদ্যালয়।
প্রকাশনা : যুঁই পুড়ে নির্জল বারুদে (কবিতা পত্র— ১৯৮৬),
আজন্ম আরতি (কাব‍্যগ্রন্থ— ১৯৯৫)।
সম্পাদনা : লিটল ম্যাগাজিন ‘সুদর্শনচক্র’ (প্রথম সংখ‍্যা— ১৯৯৬)।
পেশা : ব‍্যাবসা।
বর্ত্তমান অবস্থান : ঢাকা।

অলঙ্করণ : হিম ঋতব্রত
প্রচ্ছদ : মেহেরাজ হাসান শিশির

{এক নিশীথের মিথ‍্যা ও বনাম কিম্বা বিলাপ || হাবিব আহসানের কবিতা [বঙ্গীয় শব্দকোষ (শ্রী হরিচরণ বন্দ্যোপাধ্যায়), বঙ্গীয় শব্দার্থকোষ, ক্রিয়াভিত্তিক-বর্ণভিত্তিক শব্দার্থ বিধি (কলিম খান-রবি চক্রবর্ত্তী) ও প্রকৃতিপুরুষ ভাষাদর্শন অনুসৃত] চারবাক-এর বানান রীতিতে (যথাসম্ভবভাবে) সম্পাদিত ও প্রকাশিত হল।
— সম্পাদকীয়}

শেয়ার করুন

মন্তব্য

টি মন্তব্য করা হয়েছে

Leave A Reply

শেয়ার