একটা রথের গল্প

0

Amitava-Das-@CHARBAK-702x336

এক
সুদেব, বাপিন, রাজা, বিজয়া তখন ক্লাস ফাইভ-সিক্স । ছোট্ট রথ সাজাতো । পুজো করতো । টুনির আলোয় আর ফুলের মালায় জগন্নাথ দেবকে সাজাতো । পাড়াময় রথ নিয়ে বেড়াতে যেত– রথের দড়ি টানতো সবাই । তারপর সন্ধ্যা হলে মেলায় যেত — পাঁপড় ভাজা…

দুই
কলেজ জীবন । ডাক্তার বান্ধবী সুমনা এসেছিল শেষবার । বাপিনকে দেখতে । জ্বর হয়েছিল বাপিনের । জিলিপি আর পেয়ারা এনেছিল সাথে । বলেছিল, আমি তোকে জাস্ট সহ্য করতে পারি না । তোকে বিয়ে করবো না । আমাকে ছাড় ।

তিন
বাপিনের তখন ত্রিশ । ডিগ্রি কোর্সের এক ছাত্রীর সাথে প্রেম করতো । রথের বিকেলে প্রেমিকা শ্বেতা এসেছিল । দরজা বন্ধ ছিল । ডেকেছিল পাড়ার বাচ্চাগুলো । বাপিন ওদের অনেক পয়সা দিয়েছিল । রথের দড়ি টানেনি । ইচ্ছে করেনি । তবে প্রেমিকার ব্রা-এর হুক খুলেছিল ।

চার
চল্লিশে এসে বাপিন রথের বিকেলে কেবল মদ খেয়েছিল । একা–বেশ বড়ো বড়ো পেগ । নেশা হয়নি ।
বাড়ি ফেরার পথে সে রথের শোভাযাত্রা দেখলো রাস্তায় দাঁড়িয়ে । কী ভীড়– কী ভীড়–বাতাসা কুড়োচ্ছে কেউ কেউ–সাদা বাতাসা বাপিনের খুব প্রিয়…
সাদা বাতাসা ছোটবেলায় রথের মেলায় গেলেই সে পেত । ঠাকুরমার সাথে সে মেলায় যেত–কত কাদা, কত বৃষ্টি–কত ঝড় – জল …
এখন বৃষ্টিতে ভিজতে ভিজতে সে বাড়ি ফিরছে । গত চল্লিশ বছরের জমানো দুঃখগুলো চোখ দিয়ে টপ টপ করে ঝরে যাচ্ছে… বৃষ্টির জল আর চোখের জল মিশে যাচ্ছে, চিনতে পারছেনা সে, কোনটা চোখের জল আর কোনটা বৃষ্টির..

শেয়ার করুন

মন্তব্য

টি মন্তব্য করা হয়েছে

Leave A Reply

শেয়ার