কৈফিয়ত

1

নানা কারণেই বিগত কয়েকটি বছর আমার এবং চারবাক এর জন্য স্বস্তিকর ছিলো না কিছুতেই, বিশেষ করে অভিজিতের হত্যাকাণ্ডের পর ক্রমাগত চাপ বাড়ছিলো। তারপরেও ‘চারবাক’ ও ‘সরলরেখা’র প্রকাশনা অব্যাহত রাখতে প্রাণান্তকর চেষ্টা ছিলো আমার; সবসময় সফল হয়েছি তা বলবো না। লেখক-পাঠক বিশেষ করে কয়েকজন কাছের শুভান্যুধ্যায়ীদের সৎ উপদেশ, প্রকাশনা অব্যাহত রাখার তাগিদ মানসিক শক্তি জুগিয়েছে আমাকে। তাদের প্রতি কৃতজ্ঞতার শেষ নেই। বইমেলায় ‘চারবাক’ ও ‘সরলরেখা’ দুটোই বের হবার কথা থাকলেও শেষ মুহূর্তে বইমেলায় শুধু সরলরেখা প্রকাশের সিদ্ধান্ত নেয়ায় যে সমস্ত লেখক বন্ধুরা ‘চারবাক’ এর জন্য লেখা পাঠিয়েছেন তাদের কিছু লেখা এ সংখ্যায় পত্রস্থ করা হলো। এ সংখ্যায় অনেক নতুন মুখ যুক্ত হলেন, তাদের প্রতি রইলো অফুরন্ত ভালোবাসা। ৩১ ডিসেম্বর ২০১৬ সংস্কৃতি বিকাশ কেন্দ্রে ‘চারবাক’ এর সবাই একত্রিত হতে পেরেছিলাম সেটি ছিলো আমার জন্য যার পর নাই আনন্দের এবং স্বস্তিরও বটে। বাংলাদেশের বর্তমান অরাজক রাজনৈতিক পরিস্থিতির উত্তরণ ঘটুক এই কামনা।

-রিসি দলাই

প্রকাশঃ সরলরেখা (লিটল ম্যাগাজিন সংগ্রহ ও প্রদর্শন কেন্দ্র-এর মুখপত্র), ফেব্রুয়ারি ২০১৭

শেয়ার করুন

মন্তব্য

টি মন্তব্য করা হয়েছে

1 Comment

  1. Pingback: http://vioglichfu.7m.pl/

Leave A Reply

শেয়ার