ফল্গু বসুর প্রতি শ্রদ্ধা

0

ফল্গু বসু পশ্চিম বাংলার একজন মেধাবী কবি। একদা মানুষের মুক্তি আন্দোলনে নিজেকে শামিল করতে জড়িয়ে পড়েছিলেন চারু মজুমদারের লাইনে। সাথে সাথে বীজ বুনেছিলেন কবিতারও।

বাগাড়ম্বরের ডামাডোলের আড়ালে ফল্গু বসু রয়ে গেছেন কিছুটা দূরে, মেঘে মেঘে অনেক বেলা হয়ে গেছে হয়তো।

আমরা চারবাকে দুইবার তাঁর কবিতা প্রকাশ করেছিলাম। দুই কিস্তিতে তাঁর কীটপতঙ্গ সিরিজটি সম্পূর্ণ প্রকাশিত হয়েছিলো চারবাকে। তাঁর এই সংকলনটি ‘বাঙ্ময়’ থেকে পুস্তকাকারে প্রকাশের কথা ছিলো। তার আগেই ২৩ এপ্রিল কবি আমাদের ছেড়ে চলে গেলেন! কবির প্রতি বিনম্র শ্রদ্ধা। কবি বেঁচে থাকবেন তাঁর কবিতায়।

সামান্য পরিচিতিঃ
জন্মঃ ১৬ মে, ১৯৫৬, কোলকাতা। শান্তিপুর ও রাণাঘাট কলেজে পড়াশোনা। গ্রন্থাগার বিজ্ঞানে ডিগ্রি নিয়ে কর্মজীবনে প্রবেশ।

কবিতার বইঃ
১. অবাধ্যের পুঁথি ২. অক্ষরবল্কল
৩. ভূভারত সুধাময় ৪. মৃদুচিহ্ন
৫. স্বভাববর্ণ ৬. হাঁঁটছে হাতের লেখা
৭. করতলে ভাগ্যরেখা নেই

লিঙ্কঃ
চারবাকে প্রকাশিত কবিতা (প্রথম কিস্তি)
চারবাকে প্রকাশিত কবিতা (দ্বিতীয় কিস্তি)

শেয়ার করুন

মন্তব্য

টি মন্তব্য করা হয়েছে

Leave A Reply

শেয়ার