তাওহিদ করিম এর দুইটি কবিতা

0

যে মাছ এখনো সূর্যের আলো দেখেনি

মাছের গভীর বেদনাবোধ আছে
যে মাছ এখনো সূর্যের আলো দেখেনি।
সূর্য যে আছে হয়তো তারা তা জানেও না।
কত রঙ আর রঙরঙ খেলা
সুক্ষ্ম সুক্ষ্ম, হৃদয়-হৃদয়, তুমুল তুমুল বোধ।
একবার কি তারা অনুভব করে না
এসে মিশতে কূলে ভিড়তে…
ছোট ছোট নৌকা,
তারার আলো,
মাছের সাথে মাছের কথা
শান্ত পৃথিবী।

বায়োপিক সংকট

হেঁটে চলেছে সভ্যতার গরু
চলেছে মানুষের মতোন। যখন ভুল করে নদীর পাড়ে যায় মানুষটি
দেখে নতুন শহর, পূরাকীর্তি যা আগে কখনো দেখেনি
তার সাধটাও রয়ে যায় দুধের দামের মতোন।
সিসার ঘষর্ণে উত্তাপ উদয় হয় পূর্বে
অনন্ত হৃদয় নামক উষ্ণতা সভ্যতার বায়োপিক
অস্তাচলে নেমে মানুষ দেখতে পায় পৃথিবীটা কোন প্রান্তে কিভাবে আছে?
কেমোরিসেপ্ট আবেদন আছে বলে
আফ্রিকা, ল্যাটিন ও অস্ট্রেলিয়ার চারণভূমি এখনো ঘাস দিয়ে যায়।
যারা মানুষ হয়ে কেন্দ্র ঠিক করেছিল মমি বরাবর স্টিলথ, সুখোই-৩০
তারাও গতিপথ ঠিক করেছিলো মরুর ক্যাকটাসে
চকচকে শাদা বোঁটাময় ফুলের কাছে।
যীশুর আলমিরাতে শোভা পাচ্ছে শিশু ও নারীর ক্ষতছবি
নামকরা শহরের দামী মেশিনে
আঙুরের রসে তৈরি করা সবচে দামি শরাব
ভাটির দেশে জলে পড়া শিশুটির মতোন বিষাদ চেহারায়!
পান করছে অজস্র সভ্য-গরু-মানবতার
বায়োনিক ফুড-রোগেভোগা কোরবানিতে জবাই হলে প্রার্থনা করো ইব্রাহিমের নামে
হাজার বছরের সভ্যতার পথে হেঁটে চলেছে মিনার প্যাগোডা সবচে প্রাচীন মন্দিরের পাশে
দুলে যাচ্ছে নাগরদোলা।
কর্ণফুলী ভুমধ্যসাগরের নবায়নকৃত র্ব্যথতা
মানুষের মতোন-
মেরুর পর মেরু অভ্যাসে হেঁটে চলেছে।

শেয়ার করুন

মন্তব্য

টি মন্তব্য করা হয়েছে

Leave A Reply

শেয়ার