স্বাতী ইসলাম এর দুইটি কবিতা

0

বৃত্ত

সময় ঘিরে বৃত্ত
পরিধিতে পাহারাদার।
শুরু আর শেষ
দুই বিন্দুতে তার,
মাঝে ভবসিন্ধু
ব্যাস পথে
হেঁটে করি পার।
কেন্দ্রে যৌবন
টলমল টলমল
তলে পাতা
সময়ের জাল
আবেগ ঝড়
সামাল সামাল!
ভাবো মন ভাবো
বৃত্ত ছোট আর বড়
যেমনটাই গড়ো
পাই (π) এর মতো ধ্রুব
তার ন্যায়বিচার।

দড়ি না সাপ

নিশিপথে যেতে যেতে দুজনাই চমকাই
আমি যারে সাপ দেখি তুমি দেখ দড়ি তাই
তুমি দেখ আমি দেখি একি দেহে দুইরূপ
মনঘরে সাপ বাড়ে দৃঢ় হয় দড়ি খুব
ভ্রমে ভরা মনে পুষি দু’জনে দু’বিশ্বাস
বিষে ভরা সাপ আর দড়ি সেতো নিষ্পাপ
পাপ খেয়ে সাপ দেয় মন বাড়ি পাহারা
আস্থার পাকে বাঁধা দড়ি হয় সাহারা
দিন যায় রাত যায় আসে সেই কালক্ষণ
মন বেয়ে সাপ নেমে দেহে করে দংশন
তড়িঘড়ি বাঁধা দড়ি বিষটাকে আটকায়
বিশ্বাসের পাকে হারে বিষরূপ সংশয়
মায়ার এই সংসার কায়ারূপে পড়ে রয়
দেখি আর ভাবি বুঝি এই তার পরিচয়
দড়িদেখি সাপদেখি তুমিদেখ আমিদেখি
চোখ দেখে মন দেখে সব ঠিক সব ফাঁকি
তুলে নেই সাপ দড়ি যার যা ভাব গতি
ভুগি আর ভোগ করি সেই রূপে পরিণতি

শেয়ার করুন

মন্তব্য

টি মন্তব্য করা হয়েছে

Leave A Reply

শেয়ার